রয়্যাল এনফিল্ড 350cc থেকে 650cc-র তিন নতুন বাইক 2023 সালে লঞ্চ করবে, দাম জেনে নিন

By :  techgup
Update: 2022-12-30 14:33 GMT

বিশ্ব মানচিত্রে নিজেদের ডালপালা আরো খানিকটা বিস্তার করতে যেন উঠে পড়ে লেগেছে আইকনিক রেট্রো বাইক নির্মাতা রয়্যাল এনফিল্ড। চলতি বছরে একাধিক আকর্ষণীয় বাইক লঞ্চ করে এমনিতেই নিজেদের সুর সপ্তমে বেধেছে তারা। এবার পালা ২০২৩ এর। ৩৫০ সিসি থেকে শুরু করে ৬৫০ সিসির মধ্যে বেশ কয়েকটি নতুন বাইক আনার চূড়ান্ত প্রস্তুতি সেরে ফেলেছে এই সংস্থা। এরমধ্যে ৪৫০ সিসির একটি নতুন সেগমেন্ট চালু করতে উদ্যোগী হয়েছে রয়্যাল এনফিল্ড। ৬৫০ সিসির মধ্যে আমরা দেখব একটি রোডস্টার, ক্যাফে রেসার এবং ক্রুজার বাইকের। আগামী বছরে তাদের নতুন লঞ্চ করা কোন তিনটি বাইক আকর্ষণের কেন্দ্র বিন্দুতে থাকতে চলেছে তার সন্ধান দিলাম আমরা।

Super Meteor 650

এমনিতেই ৬৫০ সিসি সেগমেন্টে প্যারালাল টুইন ইঞ্জিন সমৃদ্ধ Interceptor 650 এবং Continental GT 650 রমরমিয়ে বিকোচ্ছে ভারতবর্ষ তথা আন্তর্জাতিক বাজারে। তার উপর এই সারণিতে নাম লিখিয়েছে তাদের নতুন ক্রুজার মডেল সুপার মিটিয়র ৬৫০। চলতি বছরেই ইতালিতে অনুষ্ঠিত EICMA এবং এদেশে আয়োজিত রাইডার ম্যানিয়ার দৌলতে এই প্রিমিয়াম বাইকের ঝলক দেখেছে গোটা বিশ্ববাসী।

অয়েল কুল্ড ইঞ্জিন যুক্ত এই সুপার মিটিওরে থাকা সিক্স স্পিড গিয়ার বক্স যুক্ত ইঞ্জিন থেকে ৪৭ বিএইচপি পাওয়ার ও ৫২ এনএম টর্ক উৎপাদিত হয়। এছাড়াও রয়্যাল এনফিল্ড এর ইতিহাসে প্রথমবারের জন্য এই বাইকে যুক্ত হয়েছে ইউএসডি ফর্ক। তবে ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টারের সাথে ট্রিপার নেভিগেশন সিস্টেম অপশনাল হিসেবে পাওয়া যাবে। আগামী বছরের জানুয়ারিতেই আনুষ্ঠানিকভাবে ভারতে লঞ্চ করবে এটি। দাম হতে পারে ৩.৫ লাখ থেকে ৪ লাখ টাকার মধ্যে।

এর পাশাপাশি অদূর ভবিষ্যতে এই একই সেগমেন্টে Shotgun 650, Bullet 650, Himalayan 650 সহ আরো বেশ কিছু বাইক দেখতে পারব আমরা। ৬৫০ সিসির একটি স্ক্র্যাম্বলার ও একটি ক্লাসিক মডেলও আনার পরিকল্পনা রয়েছে তাদের।

Royal Enfield Himalayan 450

অ্যাডভেঞ্চার বাইকের জগতে স্বনামধন্য মডেল হিমালয়ানে বর্তমানে থাকা ৪১১ সিসির ইঞ্জিনের তুলনায় খানিকটা অধিক শক্তিশালী ইঞ্জিন নিয়ে অবতীর্ণ হতে চলেছে হিমালয়ান ৪৫০। সিঙ্গেল সিলিন্ডার ও লিকুইড কুলিং প্রযুক্তিযুক্ত এই ইঞ্জিন থেকে ৪০ এইচপি পাওয়ার জেনারেট হবে। সাথে থাকবে ছয়টি ধাপযুক্ত গিয়ার বক্স। আগামী বছরের মাঝামাঝি সময়ে হিমালয়ান ৪৫০ এর সাথে মোলাকাত হবে আমাদের। এর সম্ভাব্য এক্স শোরুম মূল্য ২.৮০ লাখ টাকা হতে পারে বলে অনুমান।

Royal Enfield Bullet 350

রয়্যাল এনফিল্ডের বিপুল জনপ্রিয়তা অর্জনের পিছনে মূলত ক্লাসিক এবং বুলেট এই দুটি মোটরসাইকেলের অবদান অনস্বীকার্য। দীর্ঘ সময় ধরে যাত্রা করা ক্লাসিক ৩৫০-এ সম্প্রতি J সিরিজের নতুন ইঞ্জিন যুক্ত করেছে তারা। এবার সময় হয়েছে বুলেটের। সংস্থার সবচেয়ে কম দামি মূল্যে কিনতে পাওয়া বুলেট ৩৫০কে এবার J সিরিজের এই ইঞ্জিন সহযোগে নতুনভাবে সাজাতে চাইছে রয়্যাল এনফিল্ড। তাই আগামী বছর সুপার মিটিয়র ৬৫০-র লঞ্চের পরেই বাজারে আসতে চলেছে নব প্রজন্মের বুলেট ৩৫০, যার মধ্যে রয়েছে ক্লাসিক ৩৫০, মিটিয়র ৩৫০ এবং হান্টার ৩৫০-র সেই একই ইঞ্জিন।

মিটিয়র এবং ক্লাসিকের ইঞ্জিনটি থেকে নির্গত পাওয়ার ও টর্ক যথাক্রমে ২০.৪ এইচপি এবং ২৭ এনএম হলেও বুলেটের ক্ষেত্রে তা কিছুটা এদিক ওদিক হতে পারে বলেই মনে করা হচ্ছে। নতুন প্রজন্মের বুলেটের দাম হাজার দশেক টাকা বাড়তে পারে বলে অনুমান।

Tags:    

Similar News