প্রতি সপ্তাহেই নতুন আপডেটের খবর, এবার Android 12 পেল Samsung এর এই স্মার্টফোন

By :  techgup
Update: 2022-08-22 05:23 GMT

রিপোর্ট বলছে, আর কয়েক সপ্তাহের মধ্যে Android 13 আপডেট রোলআউট হতে চলেছে Samsung Galaxy S22 সিরিজের প্রতিটি মডেলে‌ । আর তার আগেই বিভিন্ন এন্ট্রি লেভেল বাজেট হ্যান্ডসেটে Android 12 রোলআউট করছে দক্ষিণ কোরিয়ান টেক জায়েন্টটি। কমদামী Galaxy A03 এর পর এবার অ্যান্ড্রয়েডের দ্বাদশ সংস্করণ রিলিজ হল Galaxy A12 মডেলে।

Samsung Galaxy A12 হ্যান্ডসেটে জুলাইয়ের সিকিউরিটি প্যাচের সাথে Android 12 নির্ভর One UI Core 4.1 আপডেট রোলআউট হয়েছে। যার ফার্মওয়্যার ভার্সন A125FXXU2CVH1। বর্তমানে ডিভাইসটির রাশিয়ান ব্যবহারকারীরা আপডেটটি পাচ্ছেন। উল্লেখ্য, স্যামসাংয়ের সস্তা মডেল হওয়ার কারণে এটি সংস্থার One UI 4.1 মোবাইল অপারেটিং সিস্টেমের আরও সাধারণ এবং অপ্টিমাইজড “Core” সংস্করণের সাথে এসেছে‌‌‌।

নতুন আপডেট আসার ফলে Samsung Galaxy A12 ইউজাররা একাধিক নতুন ফিচার এবং ইউজার ইন্টারফেসের ডিজাইনে গুচ্ছের পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। যেমন নতুন কালার প্যালেট, নতুন উইজেট পিকার ইউআই, আধুনিক স্টাইলের উইজেট, অগমেন্টেড রিয়েলিটি ইমোজি, উন্নত অলওয়েজ অন ডিসপ্লে, এনহ্যান্সড ডার্ক মোড, প্রভৃতি। আবার কখন কোন অ্যাপ মাইক্রোফোন বা ক্যামেরা ব্যবহার করতে চাইছে, তা আগেভাগে জানতে পারবেন ব্যবহারকারীরা।

প্রসঙ্গত, ২০২০-এর ডিসেম্বরে স্মার্টফোন লঞ্চের ঘোষণা করা হয়েছিল। স্পেসিফিকেশনগুলির কথা বললে, এতে ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও পি৩৫ প্রসেসর, ৪৮+৫+২+২ মেগাপিক্সেল কোয়াড রিয়ার ক্যামেরা, ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ, এবং ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট-সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে।

Tags:    

Similar News