প্রায় আড়াই বছর আগে লঞ্চ করা ফোনে Android 12 আপডেট দিল Samsumg

By :  ANKITA
Update: 2022-05-01 16:25 GMT

স্যামসাং নতুন সফটওয়্যার আপডেট দেওয়ার ক্ষেত্রে ফ্ল্যাগশিপ রেঞ্জের পর Galaxy S সিরিজের প্রিমিয়াম মিড-রেঞ্জ স্মার্টফোনগুলিকে বরাবরই অগ্রাধিকার দিয়ে আসছে। মার্চে Samsung Galaxy A51 রাশিয়া, ভিয়েতনাম, ও সংযুক্ত আরব আমিরশাহীর মতো দেশে Android 12 আপডেট রোলআউট করেছিল। এবার ডিভাইসটি ব্রাজিলে নতুন অ্যান্ড্রয়েড আপডেট পেতে শুরু করেছে।

ব্রাজিলে Samsung Galaxy A51 ব্যবহারকারীরা Android 12 বেসড One UI 4.1 আপডেট পাচ্ছেন। এটি আনলক ভার্সন এবং ওই রিজিয়নে অন্যান্য ক্যারিয়ার সাপোর্টযুক্ত হ্যান্ডসেটে রিলিজ হয়েছে। আপডেটের বিল্ড নম্বর A515FXXU5FVD2 ও সাইজ ২ জিবির বেশি। এটি এপ্রিলের সিকিউটিরি প্যাচ ও কিছু বাগ ফিক্স এবং পারফরম্যান্স ইমপ্রুভমেন্টের সঙ্গে এসেছে।

এই আপডেটে Android 12 ও One UI 4.1-এর সমস্ত ফিচার যেমন প্রাইভেসি ড্যাশবোর্ড, অ্যাপসের জন্য উন্নত কালার প্যালেট, গেম বুস্টার মোডে গেম অপ্টিমাইজেশন সার্ভিস, প্রভৃতি Galaxy A51-এ যুক্ত হয়েছে।

উল্লেখ্য, স্যামসাংয়ের মিড-রেঞ্জ হ্যান্ডসেটটি ২০১৯ সালের ডিসেম্বরে লঞ্চ হয়েছিল। এতে ৬.৫ ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে, কর্নিং গরিলা গ্লাস ৩, এক্সিনস ৯৬১১ প্রসেসর, ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ, ৪৮ মেগাপিক্সেল +১২ মেগাপিক্সেল + ৫ মেগাপিক্সেল + ৫ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ও ৪,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে।

Tags:    

Similar News