Samsung Galaxy A53: তিন বছর পর ফের আকর্ষণীয় এই রঙে ফোন আনবে স্যামসাং

By :  SHUVRO
Update: 2021-10-24 17:18 GMT

২০১৯-এ শেষবার অরেঞ্জ (কোরাল) কালারে Galaxy A50 মডেলের ফোন বাজারে ছেড়েছিল Samsung। এমনিতেই সংস্থার ফোনে এই রঙ খুব একটা চোখে পড়ে না। তবে তিন বছর পর ফের একবার অরেঞ্জ কালারের ফোন আনছে সংস্থা। গ্যালাক্সিক্লাব-এর প্রতিবেদন অনুসারে, অরেঞ্জ বর্ণে আসবে Samsung Galaxy A53, যা লঞ্চ হওয়ার কথা আগামী বছরের জানুয়ারি বা ফেব্রুয়ারিতে।

হালে স্যামসাংয়ের অন্যতম সেরা মিড-রেঞ্জ হ্যান্ডসেট বলে পরিচিত Galaxy A52-এর সাক্সেসর হিসেবে ডিভাইসটি আত্মপ্রকাশ করবে, খুব সম্ভবত Galaxy S22 সিরিজ লঞ্চের পিঠোপিঠি সময়ে। উল্লেখ্য, Samsung Galaxy A53-এর কথা প্রথম শোনা গিয়েছিল গত অগাস্টে।

প্রতিবেদনে দাবি করা হয়েছে, Samsung Galaxy A53 কেবলমাত্র 5G ভার্সনে আসবে। প্রসঙ্গত Galaxy A52, 4G ও 5G, উভয় ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছিল। আবার পরবর্তীতে আরও শক্তিশালী প্রসেসরের সাথে এর 's' মডেল লঞ্চ করা হয়।

ব্লগটির পুরনো প্রতিবেদনে বলা হয়েছিল, স্যামসাং গ্যালাক্সি এ৫৩-এর প্রাইমারি ক্যামেরা হিসেবে থাকবে ৬৪ মেগাপিক্সেল সেন্সর। সামনের বছর থেকে গ্যালাক্সি এ সিরিজের প্রতিটি মিড-রেঞ্জ স্মার্টফোনে OIS বা অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার থাকবে বলে সম্প্রতি শোনা গিয়েছিল। এতএব, গ্যালাক্সি এ৫৩-এর ক্যামেরায় ওই বিশেষ প্রযুক্তি ব্যবহার হতে পারে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Tags:    

Similar News