Samsung Galaxy A82 5G এর গ্লোবাল মার্কেটে লঞ্চ আসন্ন, দেখা গেল মোবাইল সিকিউরিটি পেজে
Galaxy Quantum 2 স্মার্টফোনকে রিব্র্যান্ডিং করে Samsung খুব শীঘ্রই Galaxy A82 5G গ্লোবাল মার্কেটে আনতে চলেছে৷ রিব্র্যান্ডেড ভার্সন হওয়ার জন্য দুটি ফোনের স্পেসিফিকেশন একইরকম হবে৷
পার্থক্য বলতে, নিশ্চিদ্র নিরাপত্তার জন্য Galaxy Quantum 2 QRNG (Quantum random number generation) চিপ সহ লঞ্চ হয়েছিল; তবে Galaxy A82 5G-তে এই সিকিউরিটি চিপটি থাকবে না বলে জানা গিয়েছে৷ এছাড়াও, স্যামসাংয়ের অফিসিয়াল ওয়েবসাইটে লিস্টেড হওয়ার ফলে আপকামিং গ্যালাক্সি এ৮২ ৫জি সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে এল৷
গ্যালাক্সি এ৮২ ৫জি কে সম্প্রতি স্যামসাং মোবাইলের সিকিউরিটি পেজে তালিকাভুক্ত করা হয়েছে৷ সেখান থেকে জানা গিয়েছে যে, গ্যালিক্সি এ৭২-এর মতো এই স্মার্টফোনটি শুধুমাত্র ত্রৈমাসিক অর্থাৎ তিনমাস অন্তর অন্তর সিকিউরিটি আপডেট পাবে৷
প্রসঙ্গত, Samsung-এর আরও সস্তা স্মার্টফোন Galaxy A52 ও A32 5G যেখানে প্রত্যেক মাসে সিকিউরিটি আপডেট পাচ্ছে, সেখানে Galaxy A72 ও A82 5G-এর মতো স্মার্টফোনে কেন তিনমাস অন্তর সিকিউরিটি আপডেট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল, তা অদ্ভুত এবং অত্যন্ত আশ্চর্যজনক৷
যাই হোক, আপডেট প্রতিমাসে না এলেও আপকামিং গ্যালাক্সি এ৮২ ৫জি-র স্পেসিফিকেশন কিন্তু হতাশ করার মতো নয়৷ স্মার্টফোনটি ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৭ ইঞ্চি QHD+ কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৫৫+ চিপসেট, ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ৬৪ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা, ৪,৫০০ এমএএইচ ব্যাটারি এবং ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসবে৷