Samsung Galaxy F22 শীঘ্রই বাজারে আসছে, হতে পারে Galaxy A22 এর রিব্র্যান্ডেড ভার্সন
চলতি মাসের শুরুতেই গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে Samsung Galaxy A22 4G ও Galaxy A22 5G। তবে এই ফোনটি Samsung Galaxy F22 নামেও কয়েকটি মার্কেটে পা রাখবে বলে গুঞ্জন চলছিল। দাবি যে মিথ্যা নয় তা এবার নিশ্চিত করলো Bluetooth SIG সার্টিফিকেশন সাইট। আসলে ব্লুটুথ সার্টিফিকেশন সাইটে গ্যালাক্সি এফ২২ ফোনটিকে স্যামসাং গ্যালাক্সি এ২২ এর মডেল নম্বর সহ দেখা গেছে। যদিও ফোনটি 4G নাকি 5G কানেক্টিভিটির সাথে আসবে তা জানা যায়নি।
Bluetooth SIG সার্টিফিকেশন সাইটে Samsung Galaxy F22 কে SM-E225F_DS (DS অর্থাৎ ডুয়েল সিম) মডেল নম্বর সহ স্পট করা হয়েছে। প্রায় একই মডেল নম্বর Galaxy A22 ফোনের জন্যেও ব্যবহার করা হয়েছিল। প্রসঙ্গত Galaxy A22 ফোনের 4G ভার্সনের মডেল নম্বর SM-A225F, আবার ৫জি ভার্সনের মডেল নম্বর SM-A226B। সেক্ষেত্রে Galaxy F22 ফোনটি Galaxy A22 4G ফোনের রিব্র্যান্ডেড ভার্সন (মডেল নম্বরের শেষ অক্ষর F) হতে পারে।
যদিও এছাড়া স্যামসাং গ্যালাক্সি এফ২২ এর স্পেসিফিকেশন সম্পর্কে কিছু জানা যায়নি। তবে সত্যি সত্যি যদি এই ফোনটি গ্যালাক্সি এ২২ ৪জি এর রিব্র্যান্ডেড ভার্সন হয়, তবে এদের ফিচারে বিরাট কোনো পার্থক্য থাকবে না।
Samsung Galaxy A22 4G এর স্পেসিফিকেশন
স্যামসাং গ্যালাক্সি এ২২ ৪জি ফোনে আছে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৪ ইঞ্চি এইচডি প্লাস AMOLED ওয়াটারড্রপ-নচ ডিসপ্লে। ফোনটি মিডিয়াটেক হেলিও জি৮০ প্রসেসর দ্বারা পরিচালিত হয়। আবার এটি ৬ জিবি পর্যন্ত র্যাম + ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ অপশনে পাওয়া যায়। স্টোরেজ বাড়ানোর জন্য আছে মাইক্রোএসডি কার্ড স্লট।
ফটোগ্রাফির জন্য Samsung Galaxy A22 4G ফোনের পিছনে কোয়াড ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল– অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) ও সহ ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা + ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স + ২ মেগাপিক্সেলের একজোড়া ডেপ্থ ও ম্যাক্রো সেন্সর। আর নচের মধ্যে আছে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
এই ফোনটি ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে, যার সাথে ১৫ ওয়াট অ্যাডাপ্টিভ ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১১ বেসড ওয়ান ইউআই ৩.০ কাস্টম স্কিনে চলে।