১০ হাজার টাকার রেঞ্জে আসছে Samsung Galaxy M02 ও Galaxy A02

By :  SUMAN
Update: 2021-01-15 07:02 GMT

গতকালই লঞ্চ হয়েছে Samsung Galaxy S21 ফ্ল্যাগশিপ সিরিজ। তবে এর পাশাপাশি শীঘ্রই বাজেট রেঞ্জে Samsung Galaxy M02 এবং Galaxy A02 লঞ্চ হতে পারে। এই ফোনগুলি সদ্য ভারতে লঞ্চ হওয়া Galaxy M02s এর মত স্পেসিফিকেশন সহ আসবে। কয়েকসপ্তাহ আগে এদের কে বেঞ্চমার্ক সাইট, গিকবেঞ্চ-এ দেখা গিয়েছিল। এবার স্যামসাং গ্যালাক্সি এম০২ এবং গ্যালাক্সি এ০২ ব্লুটুথ সার্টিফিকেশনও (Bluetooth certification) পেয়ে গেল। জানা গেছে এই ফোনগুলির একাধিক মডেল নম্বর থাকবে (মার্কেট হিসাবে)।

তিনটি ও পাঁচটি মডেল নম্বর সহ যথাক্রমে আসবে Samsung Galaxy M02 ও Galaxy A02

ব্লুটুথ সার্টিফিকেশন ওয়েবসাইটে স্যামসাং গ্যালাক্সি এম০২ ফোনটিকে তিনটি মডেল নম্বর সহ দেখা গেছে - SM-M022M_DS, SM-M022F_DS ও SM-M022G_DS। আবার SM-A022F (সিঙ্গেল সিম), SM-A022M (সিঙ্গেল সিম), SM-A022F_DS, SM-A022M_DS, ও SM-A022G_DS মডেল নম্বরগুলি দেখা গেছে স্যামসাং গ্যালাক্সি এ০২ এর জন্য।

Samsung Galaxy M02 ও Galaxy A02 এর স্পেসিফিকেশন ও দাম (সম্ভাব্য)

রিপোর্ট অনুযায়ী, স্যামসাং গ্যালাক্সি এম০২ এর রিব্রান্ডেড ভার্সন হিসাবে আসবে স্যামসাং গ্যালাক্সি এ০২। যদিও ফোন দুটির স্পেসিফিকেশনে কিছু পার্থক্য থাকবে। আবার এদের দাম ১০ হাজার টাকার মধ্যে থাকবে বলে আশা করা হচ্ছে। ফোনগুলিকে ইতিমধ্যে Google Play Console, BIS, WiFi Alliance প্রভৃতি সাইটে দেখা গেছে।

গিকবেঞ্চ থেকে জানা গিয়েছিল Samsung Galaxy M02 ফোনে থাকবে স্ন্যাপড্রাগন ৪৫০ প্রসেসর, ৩ জিবি র‌্যাম ও অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেম। এদিকে মিডিয়াটেক MT6739WW প্রসেসর সহ আসবে Galaxy A02। এছাড়াও এতে ২ জিবি র‌্যাম, ৩২ জিবি স্টোরেজ, ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে। অপারেটিং সিস্টেম দুটি ফোনেরই একই।

Tags:    

Similar News