৩ জিবি র‌্যামের সাথে কম দামে লঞ্চ হবে Samsung Galaxy M02

By :  techgup
Update: 2020-10-20 04:29 GMT

গত কয়েকমাস ধরেই শোনা যাচ্ছে Samsung দুটি এন্ট্রি লেভেল স্মার্টফোন লঞ্চ করবে, যাদের নাম Samsung Galaxy A02 এবং Galaxy M02। কয়েকদিন আগেই এই দুটি ফোন Bluetooth SIG সার্টিফিকেশন পেয়েছিল। এবার Samsung Galaxy M02 কে বেঞ্চমার্ক সাইট Geekbench এ দেখা গেল। যেখান থেকে জানা গেছে এই ফোনে অক্টা কোর স্ন্যাপড্রাগন ৪৫০ প্রসেসর, ৩ জিবি র‌্যাম ও অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেম থাকবে।

Samsung Galaxy M02 কে দেখা গেল Geekbench এ

গিকবেঞ্চে স্যামসাং গ্যালাক্সি এম ০২ কে SM-M025F মডেল নম্বর সহ দেখা গেছে। বেঞ্চমার্ক সাইটে ফোনটি সিঙ্গেল কোর টেস্টে ১২৮ পয়েন্ট এবং মাল্টি কোর টেস্টে ৪৮৬ পয়েন্ট পেয়েছে। এই ফোনে থাকবে ১.৮০ গিগাহার্টজ ক্লক স্পিড যুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৫০ প্রসেসর। আবার এই ফোনে ৩ জিবি র‌্যাম ও অ্যান্ড্রয়েড ১০ বেসড স্যামসাং ওয়ান ইউআই সিস্টেম থাকবে। যদিও এছাড়া ফোনটি সম্পর্কে আর কোনো তথ্য পাওয়া যায়নি। তবে Samsung Galaxy M02 যে শীঘ্রই লঞ্চ হবে তা বলাই যায়। পাশাপাশি এই ফোনের দাম ৭ হাজার টাকার কাছাকাছি থাকতে পারে।

এর আগে Samsung Galaxy A02 কে বেঞ্চমার্ক সাইট, Geekbench এ দেখা গিয়েছিল। যেখানেও মডেল নম্বর ছিল SM-A025F। এই ফোনে অক্টা কোর কোয়ালকম প্রসেসর থাকবে বলে জানা গিয়েছিল।

আবার এই ফোনটি ২ জিবি র‌্যামের সাথে গিকবেঞ্চে অন্তর্ভুক্ত ছিল। এছাড়াও ফোনটি অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমের সাথে আসবে। বেঞ্চমার্ক সাইটে ফোনটি সিঙ্গেল কোর টেস্টে ৭৫৭ পয়েন্ট এবং মাল্টি কোর টেস্টে ৩,৯০৪ পয়েন্ট পেয়েছিল।

Tags:    

Similar News