Samsung Galaxy M31s ইউজারদের জন্য সুখবর, এল অ্যান্ড্রয়েড ১১

By :  ANKITA
Update: 2021-03-10 16:43 GMT

Samsung, Galaxy S21 সিরিজের সাথে অ্যান্ড্রয়েড ১১ বেসড ওয়ান ইউআই ৩.০ এর আপগ্রেড ভার্সন, ওয়ান ইউআই ৩.১ কাস্টম ওএস (Android 11 Based One UI Core 3.1) লঞ্চ করেছিল। ফ্ল্যাগশিপ সিরিজের সাথে আনলেও দক্ষিণ কোরিয়ান কোম্পানিটি এখন এই নতুন কাস্টম ওএস এর আপডেট বাজেট ফোনগুলিতেও পৌঁছে দিচ্ছে। কয়েকদিন আগেই জানা গিয়েছিল, Samsung Galaxy M31s এর রাশিয়া ও ইউক্রেনের ইউজাররা এই আপডেট পেতে শুরু করেছে। আজ থেকে ভারতেও এই আপডেট রোল আউট করা হয়েছে।

ভারতে স্যামসাং গ্যালাক্সি এম৩১এস এর জন্য আসা অ্যান্ড্রয়েড ১১ বেসড ওয়ান ইউআই ৩.১ আপডেটের ফার্মওয়্যার ভার্সন M317FXXU2CUB1। এর ডাউনলোড সাইজ ১.৯৩ জিবি। এর সাথে ফোনটি ফেব্রুয়ারি মাসের অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচ পাবে (February 2021 security patch)।

এই নতুন আপডেটের পর Samsung Galaxy M31s ফোনে না তো কেবল অ্যান্ড্রয়েড ১১ এর ফিচার যুক্ত হবে, বরং নতুন ইন্টারফেস, ডিজিটাল ওয়েলবিং এবং প্যারেন্ট কন্ট্রোল, ডেডিকেটেড মিডিয়া প্লেয়ার উইজেট ও উন্নত স্টক অ্যাপের সুবিধা পাওয়া যাবে।

স্যামসাংয়ের তরফে জানানো হয়েছে, ধীরে ধীরে এই আপডেট রোল আউট করা হবে। সেক্ষেত্রে আপনি যদি ভারতীয় ইউজার হন তাহলে আগামী সপ্তাহের মধ্যে এই আপডেট পেয়ে যাবেন বলে আমাদের অনুমান। আপনার ফোনে এই আপডেট এসেছে কিনা চেক করতে Settings > Software update > Download and install স্টেপগুলি ফলো করুন।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Tags:    

Similar News