Samsung Galaxy M42 5G আজ ভারতে লঞ্চ হচ্ছে, জানুন দাম ও ফিচার

By :  ANKITA
Update: 2021-04-28 04:48 GMT

Samsung তাদের M সিরিজের প্রথম ৫জি ফোন হিসাবে আজ ভারতে Galaxy M42 5G লঞ্চ করতে চলেছে। এই ফোনে থাকবে স্ন্যাপড্রাগন ৭৫০জি প্রসেসর। গতকালই নিশ্চিত হয়েছে যে, স্যামসাং গ্যালাক্সি এম৪২ ৫জি ফোনটি আসলে গ্যালাক্সি এ৪২এর রি-ব্র্যান্ডেড ভার্সন হবে। যদিও দুটি ফোনের স্পেসিফিকেশনের মধ্যে সামান্য পার্থক্য থাকবে। আসুন Samsung Galaxy M42 5G এর লঞ্চের সময়, সম্ভাব্য দাম ও ফিচার জেনে নিই।

Samsung Galaxy M42 5G কখন লঞ্চ হবে এবং কোথা থেকে পাওয়া যাবে

স্যামসাং গ্যালাক্সি এম৪২ ৫জি ফোনটি আজ দুপুর ১২ টায় ভারতে পা রাখবে। ই-কমার্স সাইট Amazon ও কোম্পানির ই-স্টোর থেকে ফোনটি পাওয়া যাবে।

https://youtu.be/4wzaIbkUaz4

Samsung Galaxy M42 5G এর দাম ( সম্ভাব্য)

দক্ষিণ কোরিয়ান কোম্পানিটি গ্যালাক্সি এম৪২ ৫জি এর দাম এখনো জানায়নি। তবে আমাদের অনুমান এই ফোনটি ৩০ হাজার টাকার রেঞ্জে ভারতে আসবে।

Samsung Galaxy M42 5G এর স্পেসিফিকেশন সম্পর্কে আপাতত কি জানা গেছে

Amazon এর টিজার পেজ অনুযায়ী, স্যামসাং গ্যালাক্সি এম৪২ ৫জি টিয়ারড্রপ নচ ডিসপ্লে ও কোয়াড ক্যামেরা মডিউল সহ আসবে। আবার এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৫০জি প্রসেসর ব্যবহার করা হবে। এছাড়াও, ফোনটিতে স্যামসাং পে, নক্স সিকিউরিটি, সিকিওর ফোল্ডার, AltZlife, এবং কনটেন্ট সাজেশন ফিচার থাকবে। এছাড়াও ফোনটি শক্তিশালী ব্যাটারি সহ আসবে।

Tags:    

Similar News