ক্যামেরা রেটিংয়ে গতবছরের S20 Ultra এর কাছে হার এবছরের Samsung Galaxy S21 Ultra এর
DxOMark ক্যামেরা রেটিংয়ে Samsung Galaxy S21 Ultra 5G প্রিমিয়াম ফোনকে টেক্কা দিল কোম্পানিরই গতবছরের ফ্ল্যাগশিপ ফোন Galaxy S20 Ultra। DxOMark-এর সাম্প্রতিক স্মার্টফোন ক্যামেরা র্যাঙ্কিংয়ে দেখা গেছে Galax S20 Ultra-র তুলনায় Galaxy S21 Ultra ৫ পয়েন্টে পিছিয়ে আছে৷ সামগ্রিকভাবে গড় করে যেখানে S21 Ultra পেয়েছে ১২১ পয়েন্ট, সেখানে DxOMark ক্যামেরা র্যাঙ্কিংয়ে S20 Ultra-র দখলে আছে ১২৬ পয়েন্ট। উল্লেখ্য, এগুলি S20 Ultra এবং S21 Ultra-র এক্সিনস (Exynos) প্রসেসর ভ্যারিয়েন্টের ক্যামেরা পারফরম্যান্সের ফলাফল।
স্যামসাং গ্যালাক্সি এস২১ আল্ট্রা-র ক্যামেরা প্রসঙ্গে আসলে, এই ফোনটিতে রয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ। যার মধ্যে এফ/১.৮ লেন্স সহ ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, এফ/২.২ লেন্সের সাথে ১২ মেগাপিক্সেল ডুয়াল পিক্সেল সেন্সর, এফ/২.৪ টেলিফটো লেন্স এবং ৩ এক্স অপটিক্যাল জুমের সঙ্গে ১০ মেগাপিক্সেল সেন্সর, এবং এফ/৪.৯ টেলিফটো লেন্স এবং ১০ এক্স অপটিক্যাল জুমের সঙ্গে ১০ মেগাপিক্সেল সেন্সর আছে।
এছাড়াও, ফোনটির ক্যামেরা ১০০ এক্স স্পেস জুম (Space Zoom) সাপোর্ট করে। সেলফি ও ভিডিও কলের জন্য এস২১ আল্ট্রা-র সামনে এফ/২.২ লেন্সযুক্ত ৪০ মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান। ফোনটি ক্যামেরার জন্য ১২৮ পয়েন্ট, জুমের জন্য ৭৬ পয়েন্ট এবং ভিডিও পারফরম্যান্সের জন্য ৯৮ পয়েন্ট পেয়েছে। এরপর সামগ্রিক পারফরম্যান্সের ভিত্তিতে DxOMark-এ ফোনটির স্কোর হয়েছে ১২১ পয়েন্ট।
অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি এস২০ আলট্রা ফোনেরও পিছনে আছে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হলো ১০৮ মেগাপিক্সেল+ ৪৮ মেগাপিক্সেল + ১২ মেগাপিক্সেল + ভিজিএ ক্যামেরা। সেলফির জন্য এখানে পাবেন ৪০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। DxOMark এর রেটিংয়ে এই ফোনটির গড় স্কোর ১২৬ পয়েন্ট।
যদিও Galaxy S21 Ultra এর থেকে এগিয়ে থাকলেও Galax S20 Ultra যে সমস্ত স্মার্টফোনের মধ্যে সেরা ক্যামেরা অফার করে তা নয়। DxOMark ক্যামেরা র্যাঙ্কিংয়ে ১৩৯ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে আছে Huawei Mate 40 Pro+। এরপরেই আছে Huawei Mate 40 Pro, যাদের সংগ্রহে ১৩৬ পয়েন্ট। এছাড়াও Xiaomi Mi 10 Ultra, Huawei P40 Pro, Vivo X50 Pro+, Apple iPhone 12 Pro Max, Apple iPhone 12 Pro, Xiaomi Mi 10 Pro ও Oppo Find X2 Pro যথাক্রমে পেয়েছে ১৩৩, ১৩২, ১৩১, ১৩০, ১২৮, ১২৮ ও ১২৬ পয়েন্ট।
আবার এই তালিকায় Samsung Galaxy S20 Ultra-র পরেই ১২৪ পয়েন্ট নিয়ে আছে iPhone 11 Pro Max। Huawei Mate 30 Pro 5G-র ঝুলিতে ১২৩ পয়েন্ট। আবার Honor V30 Pro ও iPhone 12 এবং iPhone Mini পেয়েছে ১২২ পয়েন্ট। শাওমির Mi CC9 Pro Premium Edition এবং Huawei Mate 30 Pro-র সংগ্রহে ১২১ পয়েন্ট। স্যামসাংয়ের গত বছরের ফ্ল্যাগশিপ Note 20 অবং Note 20 Ultra-র পেয়েছে ১২০ পয়েন্ট।