Samsung Galaxy S22 Ultra-র ডিজাইন রেন্ডার ফাঁস, থাকবে কার্ভড স্ক্রিন
Samsung তাদের পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ স্মার্টফোন Galaxy S22 সিরিজের আনুষ্ঠানিক ঘোষণা সামনের বছর করবে বলে আশা করা হচ্ছে। কিন্তু এখন থেকেই এই সিরিজের ফোনগুলিতে কেমন স্পেসিফিকেশন বা ফিচার থাকবে, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। এবার Galaxy S22 সিরিজের Ultra মডেলের আর্লি রেন্ডারও প্রকাশ্যে এল। প্রখ্যাত টিপস্টার অনলিকস, ডিজিটইন্ডিয়ার সঙ্গে যৌথ ভাবে Galaxy S22 Ultra-র রেন্ডার প্রকাশ করেছে।
Samsung Galaxy S22 Ultra-র ডিজাইন রেন্ডার প্রকাশ্যে
রেন্ডারে স্পষ্ট, স্যামসাং গ্যালাক্সি এস২২ আল্ট্রা নতুন ফর্ম ফ্যাক্টর নিয়ে আসবে। গ্যালাক্সি নোট ২০ আল্ট্রা-র মতো এতে একরকম শেল থাকবে। অর্থাৎ চারদিকে শার্প কর্নার দেখা যাবে। টিপস্টারের দাবি, স্যামসাং গ্যালাক্সি এস২২ আল্ট্রা ফোনে দেখা যাবে ৬.৮ ইঞ্চি কার্ভড স্ক্রিন। রিপোর্ট অনুযায়ী, এটি হাই রিফ্রেশ রেটযুক্ত অ্যামোলেড প্যানেল হবে৷ ফোনটির থিকনেস ৮.৯মিমি এবং পরিমাপ - ১৬৩.২ x ৭৭.৯ x ৮.৯মিমি।
Sansung Galaxy S22 Ultra-র রিয়ার ক্যামেরা মডিউলে বড় বাম্প রয়েছে। এটি সম্পূর্ণ নতুন ডিজাইনের সঙ্গে এসেছে। ক্যামেরা মডিউলে চারটি সেন্সর ও একটি এলইডি ফ্ল্যাশ রয়েছে। ডিভাইসটির নিচের প্রান্তে ইউএসবি টাইপ-সি পোর্ট, স্পিকার গ্রিল, এবং মাইক্রোফোন রয়েছে। এবং উপরের প্রান্তে সেকেন্ডারি মাইক্রোফোন ও সিম ট্রে দেওয়া হয়েছে।
এছাড়া এই বছরের মতো সামনের বছরেও S-Pen সাপোর্ট সহ আসবে Sansung Galaxy S22 Ultra৷ এই S-Pen ফোনের স্পিকার গ্রিলের পাশে থাকবে। পারফরম্যান্সের দিক থেকে এই ফোনে দেশ ভেদে Qualcomm বা Exynos-এর ফ্ল্যাগশিপ প্রসেসর দেওয়া হবে।