আসছে Samsung Galaxy Tab S8, Tab S8 Plus, Tab S8 Ultra, ফাঁস হল দাম ও স্পেসিফিকেশন
গত বছর, Samsung, Galaxy Tab S7 লাইনআপের অধীনে দু'টি ফ্ল্যাগশিপ ট্যাবলেট লঞ্চ করেছিল - Galaxy Tab S7 ও Galaxy Tab S7 Lite। ফলে চলতি বছরে Galaxy Tab S7-এর উত্তরসূরি Galaxy Tab S8 সিরিজে ক'টি মডেল থাকবে, সেই নিয়ে সবার আগ্রহ ছিল। জল্পনার অবসান ঘটিয়ে দক্ষিণ কোরিয়ার ওয়েবসাইট Naver.com জানিয়েছে, আসন্ন সিরিজে Galaxy Tab S8, Galaxy Tab S8+, ও Galaxy Tab S8 Ultra মডেল থাকবে। অর্থাৎ Samsung-এর ফ্ল্যাগশিপ S সিরিজের মতো এতেও Base, Pro, Ultra ভ্যারিয়েন্ট থাকতে দেখা যাবে। উল্লেখ্য, Galaxy Tab S8, Galaxy Tab S8+, ও Galaxy Tab S8 Ultra ডিভাইসগুলির কোডনাম যথাক্রমে BasQuiat 1, BasQuiat 2, ও BasQuiat 3। এছাড়াও, ওয়েবসাইট থেকে প্রত্যেকটি ট্যাবলেটের স্পেসিফিকেশন সামনে এসেছে।
Galaxy Tab S8 স্পেসিফিকেশন
গ্যালাক্সি ট্যাব এস৮, ১১ ইঞ্চি এলটিপিএস টিএফটি ১২০ হার্টজ ডিসপ্লে, ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ৮,০০০ এমএএইচ ব্যাটারি, ও ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে আসবে। ট্যাবটি ৫.৭ মিমি সরু এবং ওজনে ৫৭৫ গ্রাম।
Galaxy Tab S8+ স্পেসিফিকেশন
গ্যালাক্সি ট্যাব এস৮ প্লাস ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ১২.৪ ইঞ্চির ওলেড স্ক্রিন, ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ১০,০৯০ এমএএইচ মহা শক্তিশালী ব্যাটারি, ও ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে আসবে। ট্যাবটি ৫.৭ মিমি সরু এবং ওজনে ৫৭৫ গ্রাম।
Galaxy Tab S8 Ultra স্পেসিফিকেশন
গ্যালাক্সি ট্যাব এস৮ আল্ট্রাতে থাকবে ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ১৪.৬ ইঞ্চির বিশাল বড় ওলেড স্ক্রিন, ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ৮+৫ মেগাপিক্সেল ডুয়েল ফ্রন্ট ক্যামেরা, ১২,০০০ এমএএইচ মহা শক্তিশালী ব্যাটারি, ও ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। ট্যাবটি মাত্র ৫.৫ মিমি সরু হবে, এর ওজন ৬৫০ গ্রাম।
আবার গ্যালাক্সি ট্যাব এস৮, গ্যালাক্সি ট্যাব এস৮ প্লাস, ও গ্যালাক্সি ট্যাব এস৮ আল্ট্রার মধ্যে যে কমন ফিচারগুলি দেখা যাবে সেগুলি হল — ফ্ল্যাশ সহ ১৩ মেগাপিক্সেল + ৫ মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা, কোয়াড স্পিকার, স্টাইলাস পেন।
Samsung Galaxy Tab S8 Ultra, S8 Plus, S8 এর দাম (সম্ভাব্য)
রিপোর্ট অনুযায়ী, Galaxy Tab S8 Ultra-র Wi-Fi, LTE (4G), ও (5G) ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে রাখা হবে ১৪,৬৯,০০০ সাউথ কোরিয়ান ওন (প্রায় ৯৫,৪৭৬ টাকা), ১৫,৬৯,০০০ সাউথ কোরিয়ান ওন (প্রায় ১,০১,৯৭৫ টাকা), এবং ১৬,৬৯,০০০ সাউথ কোরিয়ান ওন (প্রায় ১,০৮,৪৭৫ টাকা)।
আবার Galaxy Tab S8 Plus-এর Wi-Fi ভ্যারিয়েন্ট পাওয়া যাবে ১১,৪৯,০০০ সাউথ কোরিয়ান ওন বা প্রায় ৭৪,৬৭৮ টাকায়। আবার এর LTE (4G), ও (5G) ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ১২,৪৯,০০০ সাউথ কোরিয়ান ওন (প্রায় ৮১,১৭৭ টাকা), এবং ১৩,৪৯,০০০ সাউথ কোরিয়ান ওন (প্রায় ৮৭,৬৭৭ টাকা)।
অন্যদিকে Galaxy Tab S8 -এর Wi-Fi, LTE (4G), ও (5G) ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ৮,২৯,০০০ সাউথ কোরিয়ান ওন (প্রায় ৫৩,৮৮০ টাকা), ৯,২৯,০০০ সাউথ কোরিয়ান ওন (প্রায় ৬০,৩৭৯ টাকা), এবং ১০,২৯,০০০ সাউথ কোরিয়ান ওন (প্রায় ৬৬,৮৭৮ টাকা)।