SBI Yono: গোল্ড লোনের সুদ ০.৭৫ শতাংশ কমালো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, কিভাবে কত টাকা লোন পাবেন জানুন
হাতে টাকা না থাকলে এই দুনিয়ায় টিকে থাকা এককথায় অসম্ভব। উপরন্তু এই সাম্প্রতিক মহামারী পরিস্থিতিতে হাতে নগদ টাকা থাকা অত্যন্ত জরুরি, এবং কোনো কারণে যদি তা না থাকে তাহলে সেই মুহূর্তে হাতে নগদ পাওয়ার জন্য গোল্ড লোন বা স্বর্ণ ঋণ হল সবচেয়ে সহজ উপায়, যার সাহায্যে ইউজাররা তাৎক্ষণিকভাবে ব্যাংক থেকে টাকা পেতে পারেন। তাই ইউজারদের সুবিধার্থে এক দুর্দান্ত কার্যকরী ব্যবস্থা চালু করেছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI)।
SBI গোল্ড লোনের ক্ষেত্রে সুদের হার কমালো
SBI কেবল সোনার বিনিময়ে ঋণ প্রদানই করছে না, পাশাপাশি Yono অ্যাপের মাধ্যমে নেওয়া গোল্ড লোনের ক্ষেত্রে সুদের হারে ০.৭৫% পর্যন্ত ছাড় দিচ্ছে। অতএব, ঋণগ্রহীতাদের এখন ৮.২৫% সম্পূর্ণ সুদের হার প্রদান করার প্রয়োজন নেই, পরিবর্তে তারা ৭.৫০% সুদের হারে স্বর্ণ ঋণ পেতে পারেন। তবে এক্ষেত্রে নির্দিষ্ট কিছু শর্তাবলী প্রযোজ্য। SBI অফারটির জন্য একটি সময়সীমা বেঁধে দিয়েছে। এই স্কিমটি ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ভ্যালিড, এবং কেবলমাত্র যদি SBI Yono অ্যাপের মাধ্যমে অনলাইনে আবেদন করা হয় তবেই এই সুবিধাটি পাওয়া যাবে। অনলাইনে আবেদন করাই ঋণগ্রহীতার কাছে সর্বোৎকৃষ্ট উপায়, কারণ সেক্ষেত্রে খুব বেশি ডকুমেন্টের প্রয়োজন হয় না এবং সময়ও খুব কম লাগে। আসুন স্কিমটির সম্পর্কে একটু বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
স্বর্ণ ঋণ প্রক্রিয়া (গোল্ড লোন প্রসেস) কীভাবে কাজ করে?
এক্ষেত্রে SBI তার Yono অ্যাপের মাধ্যমে জামানত হিসেবে সোনার বিনিময়ে ঋণগ্রহীতাকে একটি নির্দিষ্ট পরিমাণ ঋণ প্রদান করে। ঋণের মেয়াদকালের জন্য সোনা ব্যাংকের সিকিউরিটি ডিপোজিট হিসেবে কাজ করে। ঋণের পরিমাণ অবশ্য ১০০% হয় না, আসলে এটি সোনার মূল্যের প্রায় ৮০%। ঋণটি মূল্যবান হলুদ ধাতুটির গুণমানের উপরও নির্ভর করে যা জামানত হিসেবে জমা রাখা হচ্ছে। বিনিময়ে, ব্যাংক ঋণগ্রহীতাকে ধার দেওয়া অর্থের ওপর সুদের হার চার্জ করে।
একজন ঋণগ্রহীতা কত ঋণ পেতে পারেন?
সর্বোচ্চ ঋণের পরিমাণ ৫০ লক্ষ টাকা এবং সর্বনিম্ন ২০,০০০ টাকা। মনে রাখবেন ঋণের পরিমাণের উপর জিএসটি এবং গোল্ড মূল্যায়নকারীকেও (Gold appraiser) একটি ফি দিতে হবে।
স্বর্ণ ঋণের মেয়াদ কত?
ঋণের মেয়াদ সর্বাধিক ৩৬ মাস। তবে ১২ মাসের একটি মেয়াদও আছে এবং এটিকে বুলেট গোল্ড লোন (Bullet Gold Loan) হিসেবে অভিহিত করা হয়েছে।
SBI Yono অ্যাপে কীভাবে স্বর্ণ ঋণ পাবেন?
প্রথমে অ্যাপটি খুলুন এবং মেনুতে যান; এরপর loans বিকল্পটি নির্বাচন করুন এবং তারপরে gold loans-এ ট্যাপ করুন। আপনি যদি লোন নিতে চান তাহলে Apply Now ট্যাবে ট্যাপ করুন। এরপর আপনার সামনে যে ফর্মটি ওপেন হবে সেটি ফিল-আপ করুন। পার্সোনাল ডিটেলসের পাশাপাশি সোনার নেট ওয়েট এবং গুণমান সম্পর্কিত বিশদ তথ্য এন্টার করুন।
SBI কীভাবে ঋণগ্রহীতার কাছ থেকে সোনা নেবে?
SBI Yono অ্যাপে অনলাইনে এই যাবতীয় কাজ করা হলেও, ঋণগ্রহীতাকে সোনা জমা দিতে অবশ্যই ব্যাংকে যেতে হবে এবং এর কোনো অন্য বিকল্প উপায় নেই।
স্বর্ণ ঋণের জন্য কী কী ডকুমেন্টের (নথি) প্রয়োজন?
SBI-এর KYC প্রসেস কমপ্লিট করার জন্য ঋণগ্রহীতার ২ টি ছবি এবং সমস্ত ডকুমেন্ট/আইডি প্রুফ, বিশেষত অ্যাড্রেস প্রুফের প্রয়োজন হবে।