Skoda Kodiaq Facelift জানুয়ারিতে ভারতে আসছে, দিনক্ষণ ঘোষণা সংস্থার
ভারতের বাজারে প্রায় দু'বছর পর নয়া অবতারে পা রাখতে চলেছে Skoda Kodiaq Facelift। আগামী ১০ জানুয়ারি গাড়িটিকে লঞ্চ করতে চলেছে Skoda। ওইদিনই সংস্থাটি আনুষ্ঠানিক ভাবে এর দাম ঘোষণা করবে। যদিও ইতিমধ্যেই এর বুকিং নেওয়া শুরু করে দিয়েছে কয়েকটি ডিলার। এদিকে জানুয়ারির পর থেকে Kodiaq Facelift-এর ডেলিভারি দেওয়া শুরু করবে বলে জানিয়েছে কোম্পানিটি।
উল্লেখ্য, ২০২০-র এপ্রিলে বিএস৬ (BS6) নির্গমন মাপকাঠি চালু হওয়ায় ৭-সিটার স্কোডা কোডিয়াক ফেসলিফ্ট (Skoda Kodiaq Facelift) বাজারে আনা থেকে বিরত ছিল সংস্থাটি। এবারে তা নতুন নির্গমন বিধি মেনে বাজারে আসতে চলেছে। এদিকে এ বছরের মাঝামাঝিতে বিশ্ববাজারে বিএস৬ মডেলের গাড়িটিকে লঞ্চ করা হয়েছে। যার বহির্ভাগে সামান্য পরিবর্তন, আপডেটেড প্রযুক্তি ও একটি নতুন ইঞ্জিন লক্ষ্য করা গেছে।
বহির্ভাগের পরিবর্তন বলতে এতে রয়েছে একটি নতুন গ্রিল, নয়া এলইডি ডিআরএল, নতুন বাম্পার। আবার গাড়িটির পিছনের দিকে একই ধরনের আপডেট নিয়ে আসা হয়েছে, যেমন, এলইডি টেলল্যাম্প এবং রিয়ার বাম্পার। এছাড়া বিশ্ববাজারের মডেলটিতে বিশেষ কিছু পরিবর্তন ঘটানো হয়নি। যদিও ভারতে আসন্ন মডেলটির ‘হুইল’-এ পরিবর্তন ঘটানো হতে পারে বলেই অনুমান করা হচ্ছে।
নতুন কোডিয়াক (Kodiaq) উন্নত প্রযুক্তি এবং একাধিক ফিচার্স সহ ভারতের বাজারে আসতে পারে। পুরানো ফিচার্সগুলির মধ্যে এতে দেওয়া হবে আপডেটেড সফ্টওয়্যারের সাথে ৮ ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম। তবে বিশ্ববাজারের মডেলটিতে ৯.৫ ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেমের বিকল্পে বেছে নেওয়ার সুবিধা রয়েছে। ভারতে এই বিকল্পটি রাখা হবে কি না, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
অন্যান্য ফিচারগুলির মধ্যে এতে দেখা মিলতে পারে ১০.২৫ ইঞ্চির ভার্চুয়াল ককপিট ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, প্যানোরামিক সানরুফ, অ্যাম্বিয়েন্ট লাইটিং, থ্রি-জোন অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, ফ্রন্ট ও রিয়ার পার্কিং সেন্সর, ৯টা এয়ার ব্যাগ এবং আরো অন্যান্য বৈশিষ্ট্য।
এদিকে Skoda Kodiaq Facelift-এর হুডের নিচে দেখা মিলতে পারে ১৯০ এইচপি শক্তি ও ৩২০ এনএম টর্ক উৎপন্নকারী ২.০ লিটার টার্বো পেট্রোল ইঞ্জিনের। তবে এই একই ইঞ্জিন সংস্থার Superb ও Octavia গাড়ি দুটিতেও লক্ষ্য করা যায়। অন্যদিকে এর ইঞ্জিনটিকে যোগ্য সঙ্গত দেওয়ার জন্য এতে থাকবে স্ট্যান্ডার্ড অল হুইল ড্রাইভ সহ ৭-স্পিড অটোমেটিক গিয়ার বক্স।