Stuffcool আনল নতুন ওয়্যারলেস চার্জিং স্টেশন, অ্যান্ড্রয়েড ফোনেও সাপোর্ট করবে
Stuffcool ভারতে লঞ্চ করল তাদের নতুন একটি ওয়্যারলেস চার্জিং ডিভাইস। সংস্থার এই টাইপ সি বেসড টু ইন ওয়ান ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং স্টেশনটি Magic 2 in 1 নামে এসেছে। প্রসঙ্গত উল্লেখ্য, Snap Lightning নামে ৫,০০০ এমএএইচ ব্যাটারির পাওয়ার ব্যাঙ্ক লঞ্চের কিছুদিনের মধ্যেই ব্র্যান্ডটি নতুন এই ওয়্যারলেস চার্জিং ডিভাইস নিয়ে এসে তাদের চার্জিং প্রোডাক্টের রেঞ্জকে আরও সম্প্রসারিত করলো। এতে রয়েছে ৩০ ওয়াট পাওয়ার সরবরাহ করার বিশেষ ক্ষমতা। চলুন দেখে নেওয়া যাক নতুন Stuffcool Magic 2 in 1 ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং স্টেশনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।
Stuffcool Magic 2 in 1 এর দাম ও লভ্যতা
ভারতীয় বাজারে Stuffcool Magic 2 in 1 ওয়্যারলেস চার্জিং স্টেশনের দাম ধার্য করা হয়েছে ৫,৯৯০ টাকা। সংস্থার নিজস্ব ওয়েবসাইটের পাশাপাশি ই-কমার্স সাইট অ্যামাজন এবং অন্যান্য অনলাইন রিটেল স্টোর থেকে এটি কিনতে পাওয়া যাচ্ছে।
Stuffcool Magic 2 in 1 এর স্পেসিফিকেশন ও ফিচার
নবাগত Stuffcool Magic 2 in 1 ওয়্যারলেস চার্জিং স্টেশন ইউএসবি টাইপ এ পোর্ট এবং ইউএসবি টাইপ সি পোর্টের মাধ্যমে ৩০ ওয়াট পাওয়ার আউটপুট সরবরাহ করতে পারবে। আবার সংস্থার মতে, ডিভাইসটিতে ১৫ ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। আর অ্যান্ড্রয়েড ডিভাইসের পাশাপাশি এর মাধ্যমে আইফোন এবং এয়ারপডও চার্জ দেওয়া সম্ভব।
কোম্পানির তরফে বলা হয়েছে, নতুন এই চার্জিং ডিভাইসটি সি পোর্টের মাধ্যমে ৩০ ওয়াট এবং টাইপ এ পোর্টের মাধ্যমে ১৮ ওয়াট পাওয়ার সাপ্লাই করতে সক্ষম। যদিও একই সঙ্গে দুটি পোর্ট ব্যবহার হলে এটি সর্বমোট ৩০ ওয়াট পর্যন্ত পাওয়ার সরবরাহ করতে পারবে। আবার সংস্থাটি দাবি করেছে, Samsung এর ফ্ল্যাগশিপ স্মার্টফোনকে এই ডিভাইসের মাধ্যমে দ্রুত চার্জ করা যাবে এবং পিক্সেল স্মার্টফোনকে মাত্র ৩০ মিনিটে ৫০ শতাংশ চার্জ করা যাবে।
এখানেই শেষ নয়, Stuffcool Magic 2 in 1 ওয়্যারলেস চার্জিং স্টেশনটি কিউআই যুক্ত অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলিকে চার্জ করতে পারবে।