দুর্দান্ত সাউন্ডের সাথে 4K ছবি, TCL আনলো প্রথম অ্যান্ড্রয়েড ১১ চালিত স্মার্ট টিভি

By :  techgup
Update: 2021-03-10 12:06 GMT

TCL লঞ্চ করল ভারতের প্রথম অ্যান্ড্রয়েড ১১ সাপোর্টেড টিভি সিরিজ P725 4K HDR LED TV। এই টিভি সিরিজটি চারটি স্ক্রিন সাইজে পাওয়া যাবে - ৪৩ ইঞ্চি, ৫০ ইঞ্চি, ৫৫ ইঞ্চি, এবং ৬৫ ইঞ্চি এবং দাম শুরু হচ্ছে ৪১,৯৯০ টাকা থেকে। এই সিরিজের সমস্ত টেলিভিশন 4K এইচডিআর এলইডি টিভি ও ডলবি ভিশন এইচডিআর সাপোর্ট করে, ফলে আপনার যেকোনো দৃশ্য দেখার অভিজ্ঞতা হবে অসাধারণ। পাশাপাশি টিসিএল পি৭২৫ ৪কে এইচডিআর এলইডি টিভি সিরিজে পেয়ে যাবেন ডলবি অ্যাটমোস অডিও ফলে সাউন্ড এক্সপেরিয়েন্সও আপনাকে মুগ্ধ করবে।

TCL P725 4K HDR LED টিভি সিরিজের দাম এবং লভ্যতা

আগেই বলেছি, টিসিএল এর এই টিভি সিরিজ চারটি স্ক্রিন সাইজে পাওয়া যাবে। এর ৪৩ ইঞ্চি মডেলের দাম ৪১,৯৯০ টাকা, ৫০ ইঞ্চি মডেলের দাম ৫৬,৯৯০ টাকা, ৫৫ ইঞ্চি মডেলের দাম ৬২,৯৯০ টাকা, ৬৫ ইঞ্চি মডেলের দাম ৮৯,৯৯০ টাকা। যদিও চারটি টিভিই এক্ষুনি বিক্রির জন্য উপলব্ধ হবেনা। আপাতত ভারতে ৬৫ ইঞ্চির মডেলটি অ্যামাজনে কেনা যাবে।

TCL P725 4K HDR LED এর স্পেসিফিকেশন

টিসিএল পি৭২৫ ৪কে এইচডিআর এলইডি টিভি সিরিজের কথা বললে, এগুলি অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে চলা প্রথম স্মার্ট টিভি। আবার এই টিভিগুলিতে স্টক অ্যান্ড্রয়েড টিভি ইন্টারফেসের পাশাপাশি কোম্পানির চ্যানেল ৩.০ কাস্টম লঞ্চারও সাপোর্ট করে। এই টিভিগুলিতে নেটফ্লিক্স (Netflix) এবং ডিজনি+ হটস্টারের (Disney+ Hotstar) মতো জনপ্রিয় স্ট্রিমিং অ্যাপগুলিসহ, গুগল প্লে স্টোরের মাধ্যমে ৭০০০ এর বেশি অ্যাপ ডাউনলোড করা যাবে। এই সিরিজে বিল্ট ইন ক্রোমকাস্ট বর্তমান।

TCL P725 4K HDR LED সিরিজের টিভিতে ডলবি অ্যাটমোস অডিও সহ এইচডিআর থেকে ডলবি ভিশন স্ট্যান্ডার্ড পর্যন্ত রেজোলিউশন সাপোর্ট করে। স্মুথ মোশনের জন্য এমইএমসি (MEMC, মোশন এস্টিমেশন এবং মোশন কম্পেনসেশন) প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ভিডিও কল ক্যামেরা এবং গুগল অ্যাসিস্ট্যান্টের সাহায্যে টিসিএল, তাদের পি৭২৫ টেলিভিশন সিরিজটিকে দুর্দান্ত মানের করে তুলেছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Tags:    

Similar News