১০ হাজার টাকার কমে এত কিছু, আজ Tecno Spark Power 2 ফের কেনার সুযোগ

By :  techgup
Update: 2020-07-27 03:45 GMT

ভারতে আজ ফের সেলের জন্য উপলব্ধ হচ্ছে Tecno Spark Power 2। ইতিমধ্যেই বেশ কয়েকবার এই ফোনটির ফ্ল্যাশ সেল অনুষ্ঠিত হয়েছে। আজ আরও একবার দুপুর ১২ টায় Flipkart থেকে ফোনটি কেনা যাবে। টেকনো মূলত বাজেট রেঞ্জেই তাদের স্মার্টফোন লঞ্চ করে। টেকনো স্পার্ক পাওয়ার ২ ও তার ব্যাতিক্রম নয়। এই ফোনটি রিয়েলমি, রেডমির বাজেট ফোনগুলিকে টেক্কা দেবে। Tecno Spark Power 2 ফোনটি কোয়াড রিয়ার ক্যামেরা, ওয়াটারড্রপ নচ ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও পি ২২ প্রসেসরের সাথে এসেছে।

Tecno Spark Power 2 দাম ও অফার:

টেকনো স্পার্ক পাওয়ার ২ ফোনটির ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজের দাম ৯,৯৯৯ টাকা। ফোনটি আইস জাদাইট এবং মিস্টি গ্রে কালারে পাওয়া যাবে। লঞ্চ অফার হিসাবে Axis Bank Buzz ক্রেডিট কার্ড গ্রাহকরা ৫ শতাংশ ছাড় পাবে। আবার ৫ শতাংশ ছাড় মিলবে Flipkart Axis Bank ক্রেডিট কার্ড গ্রাহকদের। এছাড়াও ফোনটি ১,১১১ টাকা নো কস্ট ইএমআই অফারেও কেনা যাবে। আবার UPI ট্রাঞ্জাকশনে ৭৫ টাকা ছাড় মিলবে। এমনকি RuPay Debit কার্ড ব্যবহার করলে ৭৫ টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে।

Tecno Spark Power 2: স্পেসিফিকেশন

ফ্লিপকার্ট থেকে পাওয়া তথ্য অনুসারে টেকনো স্পার্ক পাওয়ার ২ ফোনে ৭ ইঞ্চি এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লের রেজুলেশন ১৬৪০x৭২০ পিক্সেল এবং আসপেক্ট রেশিও ২০.৫:৯। এই ফোনের ডিসপ্লে ডিজাইন ওয়াটারড্রপ নচ। ফোনটি মিডিয়াটেক হেলিও পি ২২ প্রসেসরের সাথে এসেছে। এছাড়াও এতে পাবেন ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ বাড়ানো যাবে।

ক্যামেরার কথা বললে এই ফোনের পিছনে কোয়াড রিয়ার ক্যামেরা উপলব্ধ। যার প্রাইমারি ক্যামেরা ১৬ মেগাপিক্সেল। এছাড়াও আছে ৫ মেগাপিক্সেল ওয়াইড এঙ্গেল লেন্স, ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর ও এআই লেন্স। সেলফির জন্য ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। ক্যামেরায় বোকেহ এফেক্ট, এআর মোড, গুগল লেন্স, এআই বিউটি, প্যানোরামা এর মত ফিচার উপলব্ধ। সিকিউরিটির জন্য এই ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। এতে ১৮ ওয়াট ফাস্ট চার্জিংয়ের সাথে ৬,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানি দাবি করেছে ফুল চার্জে এই ফোনের ব্যাটারি চারদিন ব্যাকআপ দেবে। এই ফোনটি ১০ মিনিট চার্জ করলে ৩ ঘন্টা চালানো যাবে।

Tags:    

Similar News