নতুন Pulsar 200 থেকে 250cc Avenger, 2023 সালে এই বাইকগুলি ভারতে লঞ্চ করতে পারে Bajaj

By :  techgup
Update: 2022-12-29 16:19 GMT

আর মাত্র দিন দুয়েকের অপেক্ষা। ২০২২ সালের যবনিকা পতন হয়ে নতুন আশা নিয়ে আসতে চলেছে ২০২৩। চলতি বছরে বাজাজের হাত ধরে ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করেছে বেশ কিছু আকর্ষণীয় মোটরবাইক। Pulsar N160 দিয়ে শুরু করে Pulsar P150 দিয়ে থেমেছে এই বছরের লঞ্চের বিজয়রথ। তবে নতুন বছর শুরুর আগেই আগামী বছরে কোন কোন বাইক লঞ্চ হবে তার পরিকল্পনা প্রায় তৈরি বাজাজের ল্যাবে। তারই একটি প্রত্যাশিত চিত্র তুলে ধরা হল এই প্রতিবেদনে।

Triumph-Bajaj Scrambler

আগামী বছরে বাজাজের যে কয়েকটি বাইক বাজারে আসবে তার মধ্যে নিঃসন্দেহে বাজাজ ও ট্রায়াম্ফের সঙ্ঘবদ্ধভাবে তৈরি এই স্ক্র্যাম্বলার বাইকটি সবচেয়ে আকর্ষণীয় হতে চলেছে। চলতি বছরেই এদেশের রাস্তায় অন্তত বার দুয়েক এই বাড়িটির টেস্ট হতে দেখা গিয়েছে। আগামী বছরের মাঝামাঝি সময়েই আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে এই স্ক্র্যাম্বলার বাইকটি। ৩৫০-৪০০ সিসির লিকুইড কুল্ড ইঞ্জিন যুক্ত শক্তিশালী এই বাইকে ব্যবহার করা হবে প্রিমিয়াম কম্পোনেন্ট। প্রতিযোগিতার বাজারে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে মডেলটির দাম ২.৫০ লাখ টাকার আশেপাশেই থাকবে বলে মনে করা হচ্ছে।

Bajaj Avenger 250

সম্পূর্ণ ক্রুজিং ডিএনএ নিয়ে জন্মগ্রহণ করা বাজাজ অ্যাভেঞ্জার এর জনপ্রিয়তা কোনো অংশেই আর পাঁচটি নামকরা মডেলের তুলনায় কম নয়। বরং সাশ্রয়ী মূল্যে, আরামদায়ক ভঙ্গিতে দীর্ঘ রাস্তা পাড়ি দেওয়ার কথা এলেই অ্যাভেঞ্জার এর নাম সবার আগে আসে। বর্তমানে ১৬০ সিসি ও ২২০ সিসি এই দুটি ভ্যারিয়েন্টে পাওয়া অ্যাভেঞ্জারে আগামী বছরে ২৫০ সিসির এয়ার/ওয়েল কুল্ড ইঞ্জিন যুক্ত সংস্করণ দেখার সম্ভাবনা রয়েছে। বর্তমানে পালসার ২৫০ এর বাইক দুটিতে ব্যবহার করা ইঞ্জিন থাকবে এতে।

তবে ক্রুজিংয়ের কথা ভেবে একে বিশেষভাবে টিউন করা হতে পারে। এই ইঞ্জিন থেকে উৎপাদিত পাওয়ার ও টর্ক যথাক্রমে ২৪.৫ পিএস ও ২১.৫ এনএম। অ্যাভেঞ্জার ২৫০ বাজারে এলে স্বাভাবিকভাবেই ইয়েজদি রোডস্টার এবং মিটিয়র ৩৫০ এর একচেটিয়া আধিপত্য খানিকটা ধাক্কা খাবে বলেই ধারণা করা যায়। বর্তমানে ১.৩৮ লাখ টাকা মূল্যে পাওয়া ২২০ সিসির অ্যাভেঞ্জার বাইকের সঙ্গে এর দামের ফারাক সেরকম থাকবে না বলেই মনে করা হচ্ছে।

Bajaj Pulsar N200

গোটা ২০২২ সালে বাজাজ তার পালসার সিরিজের নতুন N সংস্করণ নিয়েই তার আগামী দিনের পথ চলার ইঙ্গিত দিয়েছে। ২৫০ সিসি, ও ১৬০ সিসির পর এবার ২০০ সিসির সক্ষমতার ইঞ্জিন যুক্ত N200 আনার পথে অগ্রসর হয়েছে এই ভারতীয় সংস্থা। মডেলটির আনুমানিক এক্স শোরুম মূল্য হতে পারে ১.৩৫ লাখ টাকা।

Bajaj Pulsar P125

চলতি বছরে পালসার N সিরিজের পাশাপাশি P সিরিজেরও পথচলা শুরু হয়েছে বাজাজের হাত ধরে। ২০২২ এর একদম শেষ লগ্নে Pulsar P150 এনে এক বড়সড়ো ঝড় তুলে দিয়েছে তারা। সেই রেস বজায় রাখতেই আগামী বছরে ১২৫ সিসির সংস্করণ আনার পরিকল্পনা রয়েছে তাদের। আসলে বাজারের এই আইকনিক পালসার সিরিজকে ঢেলে সাজাতে বিন্দুমাত্র কার্পণ্য করতে রাজি নয় এই টু-হুইলার নির্মাতা। স্পোর্টি লুকের এই নতুন Pulsar P150 মডেলটির আনুমানিক দাম হতে পারে ৯০,০০০ টাকা (এক্স শোরুম)।

Tags:    

Similar News