Hunter এর দাপটে Bullet কোনঠাসা, Royal Enfield এর নয়া বাইক পুরনোকে বেগ দিচ্ছে
ভারতের রেট্রো মোটরসাইকেলের বাজারে একটি গুরুত্বপূর্ণ জায়গা জুড়ে রয়েছে রয়্যাল এনফিল্ড (Royal Enfield)। আধুনিকতার সাথে ক্লাসিক ঘরানার স্বাদ দিতে এদের টু-হুইলারের জুড়ি মেলা ভার। তাই প্রতি মাসে এদেশের বহু ক্রেতা অতি আনন্দের সাথে রয়্যাল এনফিল্ডের বাইক বাড়ি নিয়ে আসেন। আজকের এই প্রতিবেদনে চেন্নাইয়ের সংস্থাটির আগের মাসে সর্বাধিক বিক্রিত পাঁচটি মডেল সম্পর্কে জেনে নেব।
RE Classic 350
বরাবরের মতো ক্লাসিক ৩৫০ জানুয়ারি ২০২৩-এ রয়্যাল এনফিল্ডের সর্বাধিক বিক্রিত বাইকের তালিকার শীর্ষস্থান দখল করেছে। গেল মাসে মোট ২২,৫২৫ ইউনিট বিক্রি হয়েছে বাইকটির। তুলনাস্বরূপ আগের বছর জানুয়ারিতে সংস্থার বেস্ট সেলিং মোটরসাইকেলটির বেচাকেনার পরিমাণ ছিল ২৯,১১২টি। বাজারে এর প্রতিপক্ষ হিসাবে রয়েছে Honda H'ness CB350, Benelli Imperiale 400, Jawa 42। বাইকটির দাম ১.৯০-২.২১ লক্ষ টাকা।
RE Hunter 350
রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০ গত বছর আগস্টে ভারতের বাজারে লঞ্চ হয়েছিল। লঞ্চের অল্প দিনের মধ্যেই ক্রেতা মহলে ব্যাপক সাড়া জাগায় এটি। তাই প্রতি মাসেই বিক্রির সংখ্যা বাড়িয়ে চলেছে রোডস্টার মোটরসাইকেলটি। গত মাসে এটি মোট ১৯,০০০ ইউনিট বিক্রি হয়েছে। এর প্রতিপক্ষ হিসেবে বাজারে রয়েছে TVS Ronin। হান্টার ৩৫০-এর বর্তমান বাজার মূল্য ১.৭৩ লক্ষ টাকা।
RE Bullet 350
বুলেট ৩৫০ হল রয়্যাল এনফিল্ডের প্রাচীনতম মোটরসাইকেল। ইঞ্জিনের গুরুগম্ভীর শব্দের কারণে এটি অসংখ্য অনুরাগীর ভালোবাসা। আগের মাসে মোট ৭,৯৭৯ জন ক্রেতার হাতে বুলেটের চাবি তুলে দিয়েছে রয়্যাল এনফিল্ড। যেখানে গত বছর জানুয়ারিতে বেচাকেনার পরিমাণ ছিল ৮,৪৩১। বাইকটির বর্তমান বাজার মূল্য ১.৫০ লক্ষ টাকা।
RE Meteor 350
রয়্যাল এনফিল্ডের ক্রুজার মোটরবাইক মিটিওর ৩৫০ এর গত মাসে ৫,৪৯২ ইউনিট বিক্রি হয়েছে। তুলনাস্বরূপ ২০২২-এর জানুয়ারিতে এটি ৯,০৯২ ইউনিট বেচাকেনা হয়েছিল। বাইকটির দাম ২ লক্ষ টাকা।
RE Himalayan
অ্যাডভেঞ্চার মোটরসাইকেলের বাজারে একটি অতি জনপ্রিয় নাম হল – রয়্যাল এনফিল্ড হিমালায়ান। এ বছর জানুয়ারিতে বাইকটি ৩,১৯০ ইউনিট বেচেছে সংস্থা। যদিও আগের বছরে ওই সময়ে বিক্রির পরিমাণ ছিল দ্বিগুনেরও বেশি, যা ৬,৮৩৯। এর বাজার দর ২.১৫ লক্ষ টাকা।