Hero Electric থেকে Okinawa, দেশের বৈদ্যুতিক স্কুটারের বাজারে দাপিয়ে বেড়াচ্ছে এই ৫টি সংস্থা
২০২১ ভারতে ইলেকট্রিক ভেহিকেলের মধ্যে টু-হুইলারের চাহিদা ছিল নজরে পড়ার মতন। গত বছর দেশের বাজারে ১.৪৩ লক্ষ ইউনিট বিক্রির মাধ্যমে ২০২০-র তুলনায় বৈদ্যুতিক দু'চাকার গাড়ির বিক্রি তাৎপর্যপূর্ণ হারে ৪২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একই সাথে বহু স্টার্টআপ সংস্থা এই ক্ষেত্রটিতে তাদের যাত্রা শুরু করেছে। যাদের মধ্যে উল্লেখযোগ্য Ola Electric। তবে ইলেকট্রিক টু-হুইলারের দুনিয়ায় অগ্রণীতে রয়েছে Hero Electric। আজকের এই প্রতিবেদনে ভারতের প্রথম পাঁচটি সেরা বৈদ্যুতিক স্কুটার প্রস্তুতকারী সংস্থা সম্পর্কে আলোচনা করা হল।
Hero Electric
দু'চাকার বৈদ্যুতিক গাড়ির বাজারে একাধিপত্য হিরো ইলেকট্রিকের৷ বাজারে তাদের অংশীদারিত্ব ৩০ শতাংশের বেশি৷ ২০২১-এ দেশে তারা ৪৬,২৬০ টি ইলেকট্রিক স্কুটার বিক্রয় করেছে। । বর্তমানে ভারতের বাজারে এরা ৯ টি মডেলের ইলেকট্রিক স্কুটার বিক্রি করেছে। তাদের মধ্যে কয়েকটি হল - Photon Hx, Optima Hx (ডুয়েল ব্যাটারি), Optima Hx (সিঙ্গেল ব্যাটারি), NYX HX (ডুয়েল ব্যাটারি), Optima LX, Flash LX এবং Atria LX। সংস্থাটির মডেলগুলির দাম ৪৬,৬৪০ টাকা থেকে ৭৪,২৪০ টাকা।
Okinawa Autotech
দেশের দ্বিতীয় বৃহত্তম ইলেকট্রিক টু-হুইলার নির্মাতা সংস্থা ওকিনাওয়া অটোটেক (Okinawa Autotech)। বর্তমানে তাদের ২০ শতাংশের অধিক মার্কেট শেয়ার রয়েছে। গত বছর ভারতে মোট ২৯,৯৪৫ টি বৈদ্যুতিক দু’চাকার গাড়ি বিক্রি করেছে সংস্থাটি। আবার হিরো ইলেকট্রিককে টপকে ডিসেম্বরে ইলেকট্রিক টু-হুইলার বিক্রিতে শীর্ষস্থান দখল করেছিল ওকিনাওয়া। ভারতের বাজারে বর্তমানে তাদের ছ'টি মডেলের টু-হুইলার রয়েছে, যেগুলির দাম মোটামুটি ৫৯ হাজার টাকা থেকে ১.০৯ লক্ষ টাকা পর্যন্ত।
Ather Energy
বেঙ্গালুরুর এথার এনার্জি (Ather Energy) এই মুহূর্তে দেশের তৃতীয় বৃহত্তম ইলেকট্রিক টু-হুইলার নির্মাতা সংস্থা। গত বছর দেশের বাজারে তাদের বিক্রির পরিমাণ ছিল ১৫,৯২১ টি। এদের মার্কেট শেয়ার ১১ শতাংশের অধিক।
Ampere Vehicles
অ্যাম্পিয়ার ভেহিকেলস (Ampere Vehicles) বৈদ্যুতিক দু’চাকার গাড়ি নির্মাণের নিরিখে তালিকার চতুর্থ স্থানে উঠে এসেছে। গত বছর অ্যাম্পিয়ারের বিক্রির সংখ্যা ছিল ১২,৪৭০ ইউনিট, এর ফলে সংস্থাটি ৮ শতাংশের অধিক মার্কেট শেয়ার নিজের হস্তগত রেখেছে। এরা বর্তমানে ভারতের পাঁচটি মডেলের টু-হুইলার বিক্রয় করে।
Pure EV
মাত্র পাঁচ বছর আগেই ইলেকট্রিক টু হুইলারের ব্যবসায় পা রেখেছিল পিওর ইভি (Pure EV)। কিন্তু এরই মধ্যে ওই ক্ষেত্রে দেশের পঞ্চম বৃহত্তম নির্মাতার মুকুট তাদের মাথায়৷ গত বছর এদের বিক্রির সংখ্যাও নেহাত কম ছিল না, ১১,০৩৯ টি বৈদ্যুতিক দু'চাকার গাড়ি বিক্রির মাধ্যমে ৭ শতাংশের অধিক মার্কেট শেয়ার নিজের অধিকারে রেখেছে সংস্থাটি। বর্তমানে সংস্থাটি চারটি ই-স্কুটার বিক্রি করে৷