তালিকায় Tata-র পাশাপাশি রয়েছে Mahindra, এগুলি 20 লাখের মধ্যে সবচেয়ে শক্তিশালী গাড়ি

By :  SUMAN
Update: 2022-03-04 06:39 GMT

নতুন গাড়ি কেনার সময় ফিচারের পাশাপাশি পাওয়ার নিয়েও সচেতন নতুন ক্রেতারা। ফলে প্রতিদ্বন্দ্বীদের থেকে এগিয়ে যেতে সংস্থাগুলি উন্নত বৈশিষ্ট্যের পাশাপাশি পারফরম্যান্স বাড়াতে সচেষ্ট বিভিন্ন সংস্থা। সাম্প্রতিক কালে ২০ লাখের নীচে ভারতের বাজারে বহু সংস্থার নানা পাওয়ারফুল গাড়ি এবং এসইউভি লঞ্চ হয়েছে৷ এই প্রতিবেদনে উক্ত বাজেটের মধ্যে সবচেয়ে শক্তিশালী ৫টি গাড়ির সন্ধান রইল।

Mahindra XUV700

মাহিন্দ্রা এক্সইউভি৭০০ (Mahindra XUV700) হল ২০ লাখের মধ্যে ভারতের সবচেয়ে শক্তিশালী গাড়ি। মডেল অনুযায়ী দাম ১২.৯৫-২৩.৭৯ লক্ষ টাকা। এটি দুটি ইঞ্জিন অপশনে উপলব্ধ - ২.২ লিটার mHawk ডিজেল ইঞ্জিনটি থেকে ১৮৫ পিএস শক্তি এবং ৪৫০ এনএম টর্ক পাওয়া যায়। আবার ২.০ লিটার mStallion টার্বোচার্জড পেট্রোল ভ্যারিয়েন্টটি থেকে ২০০ পিএস শক্তি এবং ৩৮০ এনএম টর্ক উৎপন্ন হয়। দুটি ইঞ্জিনই ৬-স্পিড ম্যানুয়াল/অটোমেটিক ট্রান্সমিশনের বিকল্পে বেছে নেওয়া যায়।

Jeep Compass

জিপ কম্পাস হল ২০ লাখ টাকার মধ্যে ভারতের দ্বিতীয় সর্বাধিক বলিষ্ঠ গাড়ি। মূল্য ১৭.৭৯-২৯.৩৪ লক্ষ টাকা। এতে রয়েছে ২.০ লিটার ফোর সিলিন্ডার ডিজেল ইঞ্জিন, যা থেকে ১৭২ পিএস শক্তি এবং ৩৫০ এনএম টর্ক পাওয়া যায়। এটি ৬-স্পিড ম্যানুয়াল অথবা ৯-স্পিড অটোমেটিক ট্রান্সমিশন সহ বেছে নেওয়া যায়। আবার এর ১.৪ লিটার বিকল্পের টার্বো-পেট্রল মোটরটি থেকে ১৬৩ পিএস শক্তি ও ২৫০ এনএম টর্ক উৎপন্ন হয়। এটি ৬-স্পিড ম্যানুয়াল অথবা ৭-স্পিড অটোমেটিক ট্রান্সমিশন বিকল্পে উপলব্ধ।

Tata Harrier/Safari

Harrier ও Safari গাড়ি দুটি একই ইঞ্জিনের বিকল্পে এনেছে Tata। সমগোত্রীয় গাড়ি দুটির দাম যথাক্রমে ১৪.৪৯-২১.৭০ লক্ষ টাকা ও ১৪.৯৯-২৩.২৯ লক্ষ টাকা (এক্স-শোরুম)। এদের ২.০ লিটার ফোর সিলিন্ডার ডিজেল ইঞ্জিনটি থেকে ১৭০ পিএস শক্তি এবং ৩৫০ এনএম টর্ক উৎপন্ন হয়। ৬-স্পিড ম্যানুয়াল অথবা অটোমেটিক ট্রান্সমিশন বিকল্পে বেছে নেওয়া যায় গাড়ি গুলি৷

MG Hector/Hector Plus

এমজি হেক্টর/হেক্টর প্লাস এর মূল্য যথাক্রমে ১৩.৯৪-১৯.৯০ লক্ষ টাকা এবং ১৫.৯৪-২০.৪৯ লক্ষ টাকা (এক্স-শোরুম)। Tata Harrier/Safari-এর মতো MG Hector/Hector Plus ও ২.০ লিটার ফোর সিলিন্ডার ডিজেল ইঞ্জিন সহ এসেছে, যা থেকে সর্বোচ্চ ১৭০ পিএস শক্তি এবং ৩৫০ এনএম টর্ক পাওয়া যায়। এটি আবার ১.৫ লিটার টার্বো পেট্রোল মোটর বিকল্পেও উপলব্ধ। MG Hector হল ৫-সিট বিশিষ্ট, অন্যদিকে Hector Plus ৬/৭ সিটের বিকল্পে উপলব্ধ।

Toyota Innova Crysta

টয়োটা ইনোভা ক্রিস্টা হল এই তালিকার একমাত্র গাড়ি, যা এসইউভি সেগমেন্টে পড়ে না৷ এটি তিনটি সারি বিশিষ্ট একটি মাল্টিপারপাস ভেহিকেল (MPV)। এর ২.৪ লিটার ডিজেল ইঞ্জিন থেকে ১৫০ পিএস শক্তি এবং ৩৬০ এনএম টর্ক উৎপন্ন হয়। আবার ২.৭ লিটার পেট্রোল ইঞ্জিন থেকে ১৬৬ পিএস শক্তি এবং ২৪৫ এনএম টর্ক পাওয়া যায়। দুটি ইঞ্জিনই ৫-গতির ম্যানুয়াল অথবা ৬-গতির অটোমেটিক ট্রান্সমিশন বিকল্পে বেছে নেওয়া যায়।

Tags:    

Similar News