World EV Day 2021: এক চার্জে চলতে পারে ৪৫০ কিমি, দেশের সেরা বৈদ্যুতিক গাড়িগুলি দেখে নিন

ভারতের পরিবহন ব্যবস্থাতে লেগেছে এক যুগান্তকারী পরিবর্তনের ছোঁয়া। গত পাঁচ বছরের কথা ভাবলে এ দেশে ইলেকট্রিক যানবাহনের সংস্থা উল্লেখযোগ্য হারে বেড়েছে। দূষণ রোধে পরিবেশবান্ধব প্রযুক্তির উপর গুরুত্ব বৃদ্ধি পেয়েছে। সরকারের তরফে বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারক ও ব্যবহারকারীদের দেওয়া হচ্ছে নানা আর্থিক সুবিধা ও ভর্তুকি। ভবিষ্যতে গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ ‘নেট জ়িরো’-তে নিয়ে যাওয়ার পরিকল্পনা নানা গাড়ি সংস্থার। সেই লক্ষ্যে ইতিমধ্যেই ভারতে এসেছে নানা বৈদ্যুতিক গাড়ি। আজকের প্রতিবেদনে দেশে উপলব্ধ সেরকমই চারটি চমৎকার গাড়ির সম্পর্কে জেনে নেব আমরা।

Tata Tigor EV

দাম – ১১.৯৯ লাখ টাকা থেকে শুরু

Tata Tigor EV-তে রয়েছে টাটার প্রথম বৈদ্যুতিক গাড়ি  Nexon EV-এর জিপট্রন পাওয়ারট্রেন। একবার চার্জ দিলে এই গাড়ি চেপে পাড়ি দেওয়া যাবে ৩০৬ কিলোমিটার পথ (ARAI সার্টিফায়েড রেঞ্জ)। গাড়ির সর্বোচ্চ পাওয়ার আউটপুট ৫৫ কিলোওয়াট এবং টর্ক ১৭০ এনএম। ৫.৭ সেকেন্ডে ০-৬০ কিমি/ঘন্টা গতি তুলতে পারে Tata Tigor EV।

Tata Nexon EV

দাম – ১৩ লাখ টাকা থেকে শুরু

ভারতে সর্বাধিক বিক্রিত গাড়ির তালিকায় প্রথম স্থানে জায়গা করে নিয়েছে Tata Nexon EV। ভারতের বাজারে বিক্রি হওয়া প্রতি ১০টি ইলেকট্রিক গাড়ির মধ্যে ৭টিই Nexon EV। প্রতি মিনিটের চার্জে এই গাড়িতে ৪ কিমি চলার শক্তি সঞ্চিত হয়। ৫০ শতাংশ চার্জে পাড়ি দেওয়া যায় ১৫০ কিমি। ফুল চার্জে চালানো যায় ৩১২ কিমি (ARAI সার্টিফায়েড রেঞ্জ)।

MS ZS EV

দাম – ২১,০০ লাখ টাকা থেকে শুরু

৪৪.৫ কিলোওয়াট ক্ষমতার হাই-টেক ব্যাটারির সাথে এসেছে MS ZS EV। এর মোটর থেকে ১৪১ বিএইচপি পাওয়ায় ও ৩৫৩ এনএম টর্ক পাওয়া যায়। সংস্থার দাবি, ফুল চার্জে ৪১৯ কিমি পর্যন্ত চালানো যাবে MS ZS EV।

Hyundai Kona Electric

দাম – ২৩.৭৯ লাখ টাকা থেকে শুরু

Hyundai Kona Electric গাড়িতে ৩৯.২ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি ও ১০০ কিলোওয়াটের মোটর দেওয়া হয়েছে। ফুল চার্জে নিশ্চিন্তে যাওযা যায় ৪৫২ কিমি পথ। এই গাড়িতে  ০-১০০ কিমি/ঘন্টা গতি তুলতে সময় লাগে ৯.৭ সেকেন্ড। রেগুলার চার্জারের সাহায্যে গাড়িটি চার্জ দিতে সময় নেয় আট ঘন্টা। আবার ফাস্ট চার্জার এক ঘন্টার মধ্যে গাড়ির ব্যাটারিকে ৮০ শতাংশ চার্জ করতে পারে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন