আধার কার্ডের মাধ্যমে বড়সড় সাইবার জালিয়াতির শিকার হতে পারেন, সতর্ক করল UIDAI
বর্তমান সময়ে ভারতীয় নাগরিকদের জন্য UIDAI অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া কর্তৃক জারি করা আধার (Aadhaar) কার্ড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় নথি। কারণ প্রায় ১০ বছর আগে চালু হওয়া এই বিশেষ আইডেন্টিটি কার্ডের মাধ্যমে, এদেশের বসবাসকারীরা সরকারি কাজ, পড়াশোনা, ব্যাঙ্ক সম্পর্কিত বিষয়গুলিতে নানাবিধ সুবিধা নিতে পারেন। এমনকি বেসরকারী খাতেও এটি সহায়তা প্রদান করে। তবে এখন, এই আধার কার্ড থেকেই বড়সড় সাইবার জালিয়াতির সম্ভাবনা থাকছে।
সম্প্রতি UIDAI একটি টুইট করে নাগরিকদের প্রতারণা থেকে সাবধান থাকতে বলেছে এবং আধার কার্ড হোল্ডারদের সর্বদা তাদের মোবাইল নম্বর আপডেট রাখার পরামর্শ দিয়েছে। সেক্ষেত্রে আপনার আধারের সঙ্গে যথাযথ মোবাইল নম্বর বা ইমেইল যুক্ত আছে কিনা তা নিয়ে যদি কোনো বিভ্রান্তি থাকে, তবে আপনি এই লিঙ্কটিতে ক্লিক করে আপনার সমস্ত কৌতুহল মেটাতে পারবেন।
আবার, আপনার যদি মোবাইল নাম্বার আধার কার্ডের সাথে লিঙ্ক না থাকে অথবা আপনি নতুন নম্বর আপডেট করতে চান, তাহলে আপনি নিকটবর্তী যেকোনো আধার কেন্দ্রে যেতে পারেন। সেখানে গিয়ে, আপনাকে প্রয়োজনীয় ফর্ম পূরণ করতে হবে এবং এর পরে ইচ্ছেমত নম্বর আপডেট করতে হবে।
আধারের সাথে কীভাবে মোবাইল নম্বর এবং ইমেইল ভেরিফাই করবেন?
১. আধারের সাথে মোবাইল নম্বর বা ইমেইল ভেরিফাই করতে প্রথমে আপনাকে ওয়েবসাইটে যেতে হবে।
২. এরপর আধার মোবাইল নম্বর সম্পর্কিত একটি পেজ খুলবে।
৩. তারপর তথ্য ভেরিফিকেশন করতে, আপনাকে ১২ ডিজিটের আধার নম্বর লিখতে হবে।
৪. পরবর্তী ধাপে কন্ট্যাক্ট ডিটেইলস, মোবাইল নম্বর এবং ইমেল আইডি অ্যাড করতে হবে।
৫. সবশেষে ক্যাপচা এন্টার করার পর সেন্ড ওটিপি তে ক্লিক করলেই কেল্লাফতে!