UPI অ্যাপ থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কীভাবে ডিলিট করবেন জেনে নিন
UPI App Unlink: বর্তমান সময়ে অনলাইন বা ডিজিটাল ব্যাঙ্কিং আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছে। মূলত কোভিড-১৯ অতিমারীর দৌরত্বে বাধ্য হয়ে অনেকে অনলাইন ব্যাঙ্কিং অ্যাপগুলির ব্যবহার শুরু করলেও, স্বাচ্ছন্দ্য এবং 'ফাস্ট সার্ভিস' এর কারণে এখন এটা অভ্যাসে পরিণত হয়েছে। কিন্তু, আমাদের মধ্যে অনেকেই ঝোঁকের বশে বা প্রয়োজনের কারণে Paytm, BHIM বা GPay এর মতো 'ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস' বা UPI ভিত্তিক অ্যাপের সাথে নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিংক করলেও, তা কীভাবে নিষ্ক্রিয় করতে হয় সেই পদ্ধতিই জানি না। ব্যাপারটা খুবই সামান্য মনে হলেও, এটি না জানার কারণে কিন্তু আর্থিক ক্ষতি ঘটতে পারে আপনার। কেননা, মোবাইল ফোন চুরি গেলে এই অ্যাপ থেকে আপনার ব্যাঙ্কিং তথ্যাদি চুরি করতে বেশিক্ষন সময় লাগবে না প্রতারকদের। তাই নিজ সুরক্ষার খাতিরে UPI অ্যাকাউন্ট চালু করার আগে, তা নিষ্ক্রিয় করার পদ্ধতি জেনে নিন। আপনারা আমাদের প্রতিবেদন থেকে UPI অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করার ধাপগুলি বিশদে জেনে নিতে পারেন…
ব্যাঙ্কের ব্রাঞ্চে গিয়ে UPI অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করুন
আপনি যদি UPI অ্যাকাউন্ট নিজে ডিঅ্যাক্টিভ করতে না পারেন, তবে নিজ ব্যাঙ্কের নিকটবর্তী ব্রাঞ্চ বা শাখায় গিয়ে এই কাজটি সম্পন্ন করতে পারেন। এর জন্য প্রথমেই আপনাকে UPI অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করার রিকোয়েস্ট লিখিত ভাবে দিতে হবে। তারপর বাকি বিশদ ব্যাঙ্কের তরফ থেকে আপনাকে জানিয়ে দেওয়া হবে। তবে, সরাসরি ব্যাঙ্কে গিয়ে অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় করতে গেলে অনেক বেশি সময় লাগতে পারে। তাই আমাদের মতে আপনারা যদি নিজে অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করা শিখে নেন তাহলে সময় ও পরিশ্রম দুই কম লাগবে।
UPI অ্যাপ থেকে কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আনলিঙ্ক করবেন
BHIM অ্যাপ থেকে UPI অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করার পদ্ধতি :
১. প্রথমেই, 'ভারত ইন্টারফেস ফর মানি' বা সংক্ষেপে BHIM অ্যাপ ওপেন করে, তাতে পাসকোড এন্টার করুন।
২. এরপর ডিসপ্লের উপরি ডান কোণায় থাকা ৩টি ডটে ট্যাপ করে ড্রপ-ডাউন মেনু ওপেন করুন। এখান থেকে প্রোফাইল অপশন চয়ন করুন।
৩. এবার 'Setting' -এ গিয়ে 'Deregister' অপশনে ক্লিক করুন।
৪. এমনটা করলে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডি-রেজিস্টার নিশ্চিত করার একটি মেসেজ আসবে। এরপর, 'Proceed' বিকল্পে ক্লিক করুন।
এই পুরো প্রক্রিয়া সম্পন্ন করার পর, BHIM অ্যাপ থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে যাবে।
Paytm অ্যাপ থেকে UPI অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করার পদ্ধতি :
১. প্রথমেই Paytm ড্যাশবোর্ড খুলুন।
২. এরপর @paytm লেখা একটি আইডি দেখতে পারবেন। এটি হল পেটিএম অ্যাপের সাথে যুক্ত আপনার প্রাথমিক ব্যাঙ্ক অ্যাকাউন্টের কোড অ্যাড্রেস।
৩. তারপর স্ক্রিনের উপরি ডানদিকে প্রদর্শিত ৩টি ডটে ক্লিক করুন। একটি ড্রপ-ডাউন মেনুবার আসবে।
৪. সেখানে থাকা 'Deregister' UPI প্রোফাইল বিকল্পে ক্লিক করুন। এবার একটি মেসেজ আসবে।
৫. এখন আপনি UPI আইডি ডি-রেজিস্টার করতে সক্ষম হবেন।
এই পুরো প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে আপনি Paytm অ্যাপ থেকে নিজ UPI অ্যাকাউন্ট আনলিঙ্ক করতে পারবেন।