USB 4 V2.0: চোখের পলকে পাঠানো যাবে ফাইল, মিলবে 80Gbps ডেটা ট্রান্সফার স্পিড
ইউনিভার্সাল সিরিয়াল বাস অর্থাৎ ইউএসবি (USB) প্রায় সব ধরনের গ্যাজেট এবং ডিভাইসে ব্যবহার করা হয়। সম্প্রতি এর নতুন সংস্করণ লঞ্চ করা হয়েছে। USB প্রোমোটার গ্রুপ দ্বারা USB 4 ভার্সন 2.0 বাজারে নিয়ে আসা হয়েছে। যার সাথে ইউএসবি টাইপ-সি কেবল এবং কানেক্টরগুলি ৮০ জিবিপিএস পর্যন্ত গতিতে ডেটা ট্রান্সফার করতে করতে দেবে। অর্থাৎ, চোখের পলক ফেলার আগেই এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডেটা কপি করা সম্ভব হবে।
ইউএসবি প্রোমোটার গ্রুপের পক্ষ থেকে বলা হয়েছে, ইউএসবি টাইপ-সি এবং ইউএসবি পাওয়ার ডেলিভারির (USB PD) স্পেসিফিকেশন আপডেট করা হবে, যাতে ব্যবহারকারীরা নতুন ভার্সনের সুবিধা পান। এছাড়া জানানো হয়েছে যে, ইউএসবি ৪ ভার্সন ২.০ -তে এর পূর্বসূরী, অর্থাৎ ইউএসবি ৪ ভার্সন সাপোর্ট করবে, যেটি ৪০ জিবিপিএস স্পিড অফার করত। এই সম্পর্কিত আরও তথ্য নভেম্বরে অনুষ্ঠিত ইউএসবি ডেভেলপার ডেজ, ২০২২ ইভেন্টে প্রকাশ করা হবে।
অনেক প্রযুক্তি কোম্পানীর মানুষ গ্রুপে অন্তর্ভুক্ত রয়েছে
ডেটা ও পাওয়ার ট্রান্সফারের সাথে যুক্ত কোম্পানি USB প্রোমোটার গ্রুপে অন্তর্ভুক্ত রয়েছে। এরমধ্যে উল্লেখযোগ্য, Apple, HP, Intel, Microsoft, রেনেসাঁ ইলেকট্রনিক্স, এসটিমাইক্রোইলেকট্রনিক্স এবং টেক্সাস ইন্সট্রুমেন্টসের মতো সংস্থা।
ইউএসবি টাইপ-সি এর মাধ্যমে ৮০ জিবিপিএস পর্যন্ত স্পিড পাওয়ার অর্থ হল, মাত্র এক সেকেন্ডে ৮০ গিগাবাইট পর্যন্ত ডেটা স্থানান্তর করা যেতে পারে। ছোট ডিভাইস অর্থাৎ স্মার্টফোন বা অন্যান্য গ্যাজেট ব্যবহারকারীরা এর থেকে উপকৃত হবেন।