Vivo Pad আসছে শক্তিশালী Snapdragon 870 প্রসেসরের সাথে, থাকবে 8000mAh ব্যাটারি
চলতি বছরের জুন মাসে জনপ্রিয় চাইনিজ স্মার্টফোন নির্মাণকারী সংস্থা Vivo, তাদের প্রথম অ্যান্ড্রয়েড ট্যাবলেটের নাম, Vivo Pad-এর জন্য EUIPO অফিসে ট্রেডমার্কে ফাইল করেছিল। অনুমান করা হচ্ছে, আগামী বছরের প্রথমার্ধেই লঞ্চ হতে পারে এই ট্যাবটি। ইতিমধ্যেই এই ট্যাবলেটটির স্পেসিফিকেশন এবং কিছু ছবি সামনে এসেছে। এখন জনপ্রিয় চীনা টিপস্টার, ডিজিটাল চ্যাট স্টেশন Vivo Pad-এর বেশ কয়েকটি বিশেষত্ব ফাঁস করলেন। আসুন সেগুলি কী কী জেনে নেওয়া যাক।
Vivo Pad এর ডিসপ্লে, প্রসেসর ও ব্যাটারি সম্পর্কিত তথ্য ফাঁস হল
ডিজিটাল চ্যাট স্টেশন দাবি করেছেন, ভিভো প্যাড হাই রিফ্রেশ রেটের ডিসপ্ল সহ আসবে। যদিও এই ডিসপ্লের সাইজ জানা যায়নি। এমনকি এই ট্যাবলেটে, এলসিডি নাকি অ্যামোলেড প্যানেল থাকবে তা প্রকাশ করেনি টিপস্টার। তবে অনুমান করা হচ্ছে, এর ডিসপ্লের চারপাশে হালকা বেজেল দেখা যাবে।
টিপস্টারের মতে ভিভো প্যাড ট্যাবলেট অক্টাকোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ চিপসেটের দ্বারা চালিত হবে। এই প্রসেসরটি ৭ এনএম ফেব্রিকেশন প্রসেসের উপর ভিত্তি করে বানানো হয়েছে। এই প্রসেসরের দরুন আসন্ন ট্যাবটি Xiaomi MI Pad 5 Pro -এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে মনে হচ্ছে। টিপস্টার আরও বলেছেন, ভিভো ট্যাবে OriginOS কাস্টম স্কিন থাকবে। এছাড়া পাওয়ার ব্যাকআপের জন্য এতে থাকবে ৮০০০ এমএএইচ ব্যাটারি।
আপাতত Vivo Pad সম্পর্কে এই তথ্যগুলি সামনে এসেছে। আশা করা যায়, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ট্যাবটি সম্পর্কে আরও তথ্য জানা যাবে।