বাজারে আসছে Vivo T সিরিজের দুটি 5G স্মার্টফোন, জানা গেল দামও

Update: 2022-04-19 06:17 GMT

Vivo বর্তমানে ভারতে তাদের দুটি নতুন স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। জল্পনা চলছে এই আপকামিং হ্যান্ডসেটগুলি Vivo T লাইনআপের অংশ হবে এবং এগুলির ওপর থেকে আগামী মাসেই পর্দা সরানো হতে পারে। প্রসঙ্গত, গত ফেব্রুয়ারিতে এই টেক ব্র্যান্ডটি এদেশে Vivo T1 5G স্মার্টফোনটি উন্মোচন করেছিল এবং ভারতে লঞ্চের সময় এই হ্যান্ডসেটের বেস ভ্যারিয়েন্টটির মূল্য ছিল ১৫,৫৯০ টাকা। রিপোর্টে দাবি করা হয়েছে এই দুটি নতুন ভিভো স্মার্টফোন Vivo T1-এরই উত্তরসূরি হিসেবে ভারতের বাজারে আত্মপ্রকাশ করবে। এর পাশাপাশি এই রিপোর্টে আসন্ন হ্যান্ডসেটগুলির দাম সম্পর্কেও আভাস দেওয়া হয়েছে।

Vivo-এর নতুন দুই স্মার্টফোন শীঘ্রই পা রাখতে চলেছে ভারতীয় বাজারে

91Mobiles-এর নতুন রিপোর্ট অনুযায়ী, ভিভো তাদের টি-সিরিজে অন্তর্ভুক্ত দুটি নতুন স্মার্টফোন ভারতে লঞ্চ করার প্রস্তুতি শুরু করেছে। এই হ্যান্ডসেটগুলি দ্রুততর চার্জিং সাপোর্ট সহ আসতে পারে এবং আশা করা হচ্ছে ফোনগুলির দাম ২৫,০০০ টাকার মধ্যেই রাখা হবে। এই মডেলগুলি ভিভো টি১ ৫জি স্মার্টফোনের উত্তরসূরি হিসেবে আসবে বলে অনুমান করা হচ্ছে।

জানিয়ে রাখি, ভিভো টি১ ৫জি ভারতে গত ৯ ফেব্রুয়ারি উন্মোচিত হয়। এই হ্যান্ডসেটটি বাজারে রেইনবো ফ্যান্টাসি এবং স্টারলাইট ব্ল্যাক কালার অপশনগুলিতে উপলব্ধ। এই ফোনে ৬.৫৮ ইঞ্চির ফুল-এইচডি+ আইপিএস এলসিডি ডিসপ্লে রয়েছে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং টাচ স্যাম্পলিং রেট ২৪০ হার্টজ। এই ডিভাইসে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর রয়েছে, যার সাথে সর্বাধিক ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজ পাওয়া যাবে। ভিভো টি১ ৫জি-তে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি V2151 মডেল নম্বর সহ একটি ভিভো হ্যান্ডসেটকে গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং সাইটে তালিকাভুক্ত হয়েছে। এটি আসন্ন Vivo T1 Pro 5G স্মার্টফোনটি হবে বলে মনে করা হচ্ছে। গিকবেঞ্চের তালিকা অনুযায়ী, এই হ্যান্ডসেটটি একটি কোয়ালকম চিপসেট দ্বারা চালিত, অনুমান করা হচ্ছে চিপসেটটি স্ন্যাপড্রাগন ৭৭৮জি হতে পারে। ফোনটি কমপক্ষে ৮ জিবি র‍্যাম অফার করবে এবং অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ভিভোর কাস্টম স্কিনে রান করবে বলে জানা গেছে।

Tags:    

Similar News