Vivo T1 শীঘ্রই 20 হাজার টাকার কমে ভারতে লঞ্চ হচ্ছে, থাকবে Snapdragon 695 প্রসেসর

Update: 2022-01-24 15:04 GMT

বছরের শুরুতেই Y সিরিজের বেশ কয়েকটি ফোন লঞ্চ করার পর, Vivo ভারতের বাজারে এবার নতুন 'T' (টি) সিরিজের হ্যান্ডসেট চালু করার পরিকল্পনা করছে। উল্লেখ্য, এই সিরিজের অধীনে সংস্থাটি ইতিমধ্যেই চীনে Vivo T1 (ভিভো টি-ওয়ান) এবং Vivo T1X (ভিভো টি-ওয়ান এক্স) নামক ফোন লঞ্চ করেছে। সেক্ষেত্রে ইন্ডিয়া টুডে টেকের রিপোর্ট বলছে, Vivo T1 মডেলটি শীঘ্রই কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর এবং 5G কানেক্টিভিটিসহ ইন্ডিয়ান মার্কেটে পা রাখবে; এর দাম থাকবে ২০,০০০ টাকার নিচে। মজার বিষয় হল ফোনের চীনা সংস্করণটি স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসরের সাথে উপলব্ধ। তাই Vivo যে T1 ফোনের অন্যান্য ফিচার বা স্পেসিফিকেশন পরিবর্তন করবে না, এমনটা জোর দিয়ে বলা যায়না! এদিকে Vivo T1 কবে ভারতে লঞ্চ হবে সে বিষয়ে এখনো কোনো নিশ্চিত আপডেট মেলেনি।

Vivo T1 (চীনা সংস্করণ)-এর স্পেসিফিকেশন

ভিভো টি-ওয়ানে ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০×২৪০০ পিক্সেল) ডিসপ্লে রয়েছে, যার অ্যাসপেক্ট রেশিও ২০:৯, রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং টাচ স্যাম্পলিং রেট ২৪০ হার্টজ। ফোনটিতে ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।এই ফোনে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর। সাথে আছে ৮ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ।

ফটোগ্রাফির জন্য, এই মিড রেঞ্জার স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর বর্তমান। একইভাবে সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য রয়েছে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

Vivo 'T' সিরিজ সম্ভবত 'Y' লাইন আপকে রিপ্লেস করবে

রিপোর্ট অনুযায়ী, ভিভো টি সিরিজ বিদ্যমান 'ওয়াই' (Y) লাইন আপকে প্রতিস্থাপন করার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে এই নতুন সিরিজের অধীনে বাজেট ও মিড রেঞ্জের হ্যান্ডসেট বাজারে আনা হবে।

Tags:    

Similar News