চীনের বাইরে ২২ সেপ্টেম্বর লঞ্চ হচ্ছে Vivo X70 সিরিজ, ফিচারে দেখা যাবে রদবদল
Vivo X সিরিজের ফোনগুলি মূলত ক্যামেরা-কেন্দ্রিক। আর পরশুদিন লঞ্চ হওয়া Vivo X70 সিরিজের ক্ষেত্রেও তার ব্যতীক্রম হয়নি। Zeiss-এর দুর্দান্ত ক্যামেরার সাথে চীনে আত্মপ্রকাশ করেছে Vivo X70, X70 Pro, এবং X70 Pro+। এর পরেই জল্পনা চলতে থাকে যে, ফোনগুলি চীনের বাইরে লঞ্চ করার জন্য ভিভো তোড়জোড় শুরু করেছে। Vivo X70 সিরিজের ক্ষেত্রে ভারত, ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরশাহি, মালয়েশিয়া, ও থাইল্যান্ডের বাজারকে নাকি পাখির চোখ করছে সংস্থা। Vivo X70 সিরিজ কবে এই দেশগুলির বাজারে পা রাখবে, তা অজানা। তবে মালয়েশিয়ায় Vivo X70 সিরিজ লঞ্চের দিন ঘোষণা করা হয়েছে সংস্থার তরফে।
মালয়েশিয়ায় ২২ সেপ্টেম্বর আত্মপ্রকাশ ঘটছে Vivo X70 সিরিজের। সে দেশে Vivo X70, X70 Pro, এবং X70 Pro+ মডেলের প্রতিটি ফোন লঞ্চ করা হবে বলে আশা করা যায়। তবে স্পেসিফিকেশনের দিক থেকে Vivo X70 সিরিজের চাইনিজ ভার্সনের তুলনায় গ্লোবাল ভার্সনে বেশ কিছু রদবদল থাকতে পারে। বিশেষ করে Pro ভ্যারিয়েন্টে পার্থক্য বেশি করে চোখে পড়বে।
Exynos 1080 প্রসেসরের সঙ্গে চীনা বাজারে এসেছে X70 Pro৷ তবে এটি চীনের বাইরে MediaTek Dimensity 1200 প্রসেসরের সাথে লঞ্চ করা হবে। এছাড়া Vivo X70-এর চীনা ও গ্লোবাল দুই ভার্সনেই একই প্রসেসর থাকবে। আবার চীনের মতো গ্লোবাল মার্কেটেও Snapdragon 888+ প্রসেসরের সাথে আসবে এই সিরিজের সবচেয়ে অ্যাডভান্সড হ্যান্ডসেট, Vivo X70 Pro+।
এছাড়া প্রতিটি ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লের সঙ্গে আসবে। পিছনে থাকবে একাধিক ক্যামেরা। Pro+ মডেলটিতে ভিভোর V1 ইমেজ সিগন্যাল প্রসেসর ও ZEISS Optics সাপোর্ট থাকবে। ভারতে Vivo X70 সিরিজের ফোনগুলি সেপ্টেম্বরের মধ্যেই লঞ্চ হয়ে যাবে বলে ধরে নেওয়া যায়।