Vivo X80 Pro+ নিয়ে ফের চর্চা শুরু, Snapdragon 8+ Gen 1 প্রসেসর সহ এই সময়ে লঞ্চ হবে

Update: 2022-06-16 05:37 GMT

এবছরের শুরু থেকেই জল্পনা চলছিল ভিভো তাদের লেটেস্ট X80 ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজের অধীনে Vivo X80, X80 Pro, এবং X80 Pro Plus নামে তিনটি ডিভাইস লঞ্চ করবে। তবে এপ্রিল মাসে লঞ্চের সময় সংস্থা শুধুমাত্র Qualcomm Snapdragon 8 Gen 1 এবং Dimensity 9000 চিপসেট ভ্যারিয়েন্টে Vivo X80 এবং Vivo X80 Pro মডেল দুটি উন্মোচন করে। কিন্তু এখন এক পরিচিত টিপস্টার এই সিরিজের টপ-এন্ড মডেল, Vivo X80 Pro Plus-এর লঞ্চের টাইমলাইন এবং প্রসেসসের নাম প্রকাশ করেছেন। আসুন এই নতুন ভিভো ফ্লাগশিপ হ্যান্ডসেটটি সম্পর্কে বিস্তারিত ভাবে জেনে নেওয়া যাক।

Vivo X80 Pro Plus বাজারে আসতে পারে চলতি বছরের শেষার্ধে

মাইস্মার্টপ্রাইস-এর সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, টিপস্টার যোগেশ ব্রার দাবি করেছেন, আপকামিং ভিভো এক্স৮০ প্রো প্লাস হ্যান্ডসেটটি শীঘ্রই বাজারে আত্মপ্রকাশ করবে। এর পাশাপাশি টিপস্টার জানিয়েছেন যে, এই ভিভো ফোনটি কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ চিপসেট দ্বারা চালিত হবে। এই প্রসেসরটি X80 Pro-এ ব্যবহৃত স্ন্যাপড্রাগন ৮ জেন চিপসেটের তুলনায় যথেষ্ট উন্নতি আনবে, কারণ নতুন চিপটি তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (TSMC)-এর ৪ ন্যানোমিটার নোড ব্যবহার করে তৈরি করা হয়েছে এবং এটি এর পূর্বসূরির তুলনায় ৩০% বেশি এনার্জি এফিশিয়েন্সি অফার করে। আবার, স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসরে তাপ ব্যবস্থাপনা সংক্রান্ত একাধিক সমস্যা রয়েছে, কিন্তু নতুন ৮ প্লাস জেন ১ চিপটি শীতলতা বজায় রাখার ক্ষেত্রে অপেক্ষাকৃত ভালো কাজ করবে বলে আশা করা হচ্ছে।

এছাড়াও, টিপস্টার জানিয়েছেন যে, ডিভাইসটি এবছর অক্টোবর মাসে লঞ্চ হতে পারে, তবে বিশ্বব্যাপী চলমান সাপ্লাই চেইন সমস্যার কারণে এটি এখনও নিশ্চিত করা যায়নি। ভিভো এক্স৮০ প্রো প্লাস-এর স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও সামনে আসেনি, তবে পূর্বে প্রকাশিত কিছু রিপোর্ট থেকে জানা গেছে যে, স্মার্টফোনটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমৃদ্ধ ৬.৮ ইঞ্চির ২কে অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে সহ আসবে। এতে সম্ভবত ১২০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে।

আবার ফটোগ্রাফির জন্য, Vivo X80 Pro Plus-এ ৫০ মেগাপিক্সেলের প্রাথমিক সেন্সর, ৪৮ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৫৯৮ সেন্সর, ৫০ মেগাপিক্সেলের স্যামসাং জেএন১ লেন্স এবং ৫০ মেগাপিক্সেলের স্যামসাং জেএন২ সেন্সর দ্বারা নির্মিত কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। হ্যান্ডসেটটি সম্ভবত গিম্বল-এর মতো স্টেবিলাইজেশনের সাথে জেইস (Zeiss)-এর লেন্স এবং ক্যামেরা টিউনিং সহ আসবে। তবে, যেহেতু সংস্থার তরফে এখনও X80 Pro Plus সম্পর্কে কিছুই জানানো হয়নি, তাই এই ফাঁস হওয়া তথ্যগুলির সত্যতা কতটা তা সময়ই বলবে।

Similar News