ঘরে বসে রোজগারের সুযোগ দিচ্ছে ভোডাফোন আইডিয়া, জেনে নিন পদ্ধতি

By :  techgup
Update: 2020-04-09 16:29 GMT

লকডাউনে গ্রাহকরা যাতে সমস্যায় না পড়ে সেইজন্য একটি বিশেষ পরিষেবা চালু করলো Vodafone- Idea । কোম্পানি এই পরিষেবার নাম দিয়েছে #RechargeForGood। এই পরিষেবায় ভোডাফোন-আইডিয়া গ্রাহকরা তাদের পরিবারের সেইসব লোকজন বা বন্ধুদের ফোন নম্বর রিচার্জ করে দিতে পারবে, যারা অনলাইন রিচার্জ করতে পারেনা।

এই রিচার্জ করে দেওয়াতে ভোডাফোন-আইডিয়া সেই গ্রাহককে রিওয়ার্ড হিসাবে রিচার্জের ৬ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক দেবে। এরজন্য গ্রাহকদের MyVodafone App অথবা MyIdea App থেকে রিচার্জ করে দিতে হবে।

কিভাবে ভোডাফোন-আইডিয়া # রিচার্জফরগুড কাজ করে :

যেকোনো প্রিপেড ভোডাফোন-আইডিয়া গ্রাহক কে রিচার্জ করে দেওয়ার জন্য আপনাকে সর্বপ্রথম My Vodafone App অথবা My Idea অ্যাপে যেতে হবে। এরপর লগইন করতে হবে। এরপর রিচার্জ সেকশন এ গিয়ে রিচার্জ করতে হবে। মনে রাখবেন ক্যাশব্যাক রিচার্জ রাশির উপর নির্ভর করবে।

ভোডাফোন গ্রাহকরা আজ অর্থাৎ ৯ এপ্রিল থেকে #RechargeForGood পরিষেবার সুবিধা নিতে পারবে। যদিও আইডিয়া গ্রাহকরা ১০ এপ্রিল অর্থাৎ আগামীকাল থেকে রিচার্জ করতে পারবে।

Tags:    

Similar News