Walk me home: বাড়ির বাইরে মহিলাদের নিরাপত্তা দেবে নতুন ট্র্যাকিং পরিষেবা

Update: 2021-10-11 05:12 GMT

সময় যতই আধুনিক হোক না কেন, ভারত তথা বিশ্বের বিভিন্ন প্রান্তে এখনো মহিলারা বাড়ির বাইরে একা চলাফেরা করতে অস্বস্তি বোধ করেন। অনেক সময় সামনে আসে বিপদের আশঙ্কা বা অপ্রীতিকর পরিস্থিতি, যেখানে চাইলেও সাহায্যের হাত মেলে না! সেক্ষেত্রে নারীহিংসার সাথে জুঝতে এবার ব্রিটিশ সরকার উন্নত প্রযুক্তির সাহায্য নিতে চাইছে বলে মনে হচ্ছে। রিপোর্ট অনুযায়ী, ব্রিটিশ সরকারের এক শীর্ষস্থানীয় কর্মকর্তা সেখানকার জনপ্রিয় টেলিকমিউনিকেশন কোম্পানির নতুন ট্র্যাকিং পরিষেবার সপক্ষে সমর্থন জানিয়েছেন, যা মহিলাদের একা চলাচলে সাহায্য করবে। অনুমান করা হচ্ছে, লন্ডনের দুই মহিলার মর্মান্তিক হত্যার ঘটনা সামনে আসার পরেই, সে দেশের সরকার এই সিদ্ধান্তের দিকে ঝুঁকছে। কিন্তু ঠিক কী পরিকল্পনা করছে ব্রিটিশ সরকার? কিভাবেই বা কাজ করবে নতুন ট্র্যাকিং সার্ভিস? আসুন জেনে নিই…

Walk me home পরিষেবা নিয়ে সরকারের কাছে দরবার BT-র:

জানা গিয়েছে, ব্রিটেনের সবচেয়ে বড় টেলিকমিউনিকেশন কোম্পানি BT (বিটি)-র চিফ এক্সিকিউটিভ যুক্তরাজ্যের স্বরাষ্ট্র সচিব প্রীতি প্যাটেলের কাছে একটি চিঠিতে ‘ওয়াক মি হোম’ নামের পরিষেবা সম্পর্কে কিছু প্রস্তাব দেন, যেখানে এটির কার্যকারিতা সম্পর্কে ধারণা দেওয়া হয়। এক্ষেত্রে চিঠিতে বলা হয় যে, কোনো মহিলা একবার তার ফোনে নির্দিষ্ট অ্যাপ সক্রিয় করলে উক্ত পরিষেবাটি তার জার্নি বা গতিবিধি ট্র্যাক করবে; আর যদি সেই মহিলা তার গন্তব্যে পৌঁছাতে না পারে তবে তার জরুরি কন্ট্যাক্টগুলিতে পৌঁছে যাবে একটি ওয়ার্নিং। সোজা ভাষায় বললে, এই পরিষেবা ফোনে উপলব্ধ 'SOS' অপশনটির মত কাজ করবে, তবে এটি আরো উন্নত সুবিধা দেবে।

ইতিমধ্যে, ইউকে (UK) হোম অফিস প্যাটেল কর্তৃক চিঠি প্রাপ্তির কথা নিশ্চিত করেছে এবং যথাসময়ে জবাব দেওয়ার কথাও বলেছে। অন্যদিকে প্যাটেল একটি সংবাদমাধ্যমের কাছে জানিয়েছেন যে এই নতুন উদ্ভাবনী স্কিমটি যত তাড়াতাড়ি সম্ভব চালু করা হবে। এর জন্য তিনি এবং তাঁর টিম, টেলিকমিউনিকেশন কোম্পানিটির সাথে যোগাযোগ করবে বলেও উল্লেখ করেছেন স্বরাষ্ট্র সচিব।

উল্লেখ্য ৮৪ বছর ধরে বিটি, ব্রিটেনের এমারজেন্সি নম্বর পরিচালনা করে আসছে এবং নিজেদের সিস্টেমকে সময়ের সাথে আপগ্রেড করছে। এই কারণেই দেশের মহিলাদের সুরক্ষার জন্য কোম্পানিটির ওপর সরকার ভরসা করছে বলে মনে হচ্ছে। সেক্ষেত্রে সংবাদমাধ্যম ডেইলি মেইল মনে করছে, ডিসেম্বর বা ক্রিসমাস পর্যন্ত সময়ের মধ্যে পরিষেবাটি চালু হবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Tags:    

Similar News