Realme GT 2 Pro দুর্ধর্ষ ফিচার সহ এবার ভারতে লঞ্চ হল, দাম সহ দেখে নিন সমস্ত স্পেসিফিকেশন

Realme GT 2 Pro ঘোষণা মতোই আজ ভারতে লঞ্চ হল। প্রিমিয়াম রেঞ্জে আসা এই ফোনটি গত জানুয়ারিতে চীনে এবং ফেব্রুয়ারিতে গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছিল। Realme GT 2 Pro ফোনে পাওয়া যাবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর ও ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে। আবার এতে আছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ ও ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। আসুন Realme GT 2 Pro এর দাম ও সম্পূর্ণ ফিচার জেনে নেওয়া যাক।

রিয়েলমি জিটি ২ প্রো দাম ও সেলের তারিখ (Realme GT 2 Pro Price, Sale Date)

ভারতে রিয়েলমি জিটি ২ প্রো ফোনের ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৪৯,৯৯৯ টাকা। আবার এর ৫৭,৯৯৯ টাকা দাম পড়বে ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের। ফোনটি পেপার হোয়াইট, পেপার গ্রীন ও স্টিল ব্ল্যাক কালারে আগামী ১৪ এপ্রিল থেকে realme.com, Flipkart ও বিভিন্ন রিটেল স্টোরের মাধ্যমে কেনা যাবে।

উল্লেখ্য ইউরোপের মার্কেটে Realme GT 2 Pro ফোনের বেস মডেলের (৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ) দাম রাখা হয়েছে ৭৪৯ ইউরো (প্রায় ৬৩,৪০০ টাকা)।

রিয়েলমি জিটি ২ প্রো স্পেসিফিকেশন (Realme GT 2 Pro Specifications)

ডুয়েল সিমের রিয়েলমি জিটি ২ প্রো ফোনের সামনে দেখা যাবে ৬.৭ ইঞ্চি ২কে (১৪৪০ x ৩২১৬ পিক্সেল) এলটিপিও অ্যামোলেড (AMOLED) পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে ১২০ হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এই ডিসপ্লের সুরক্ষার জন্য ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস। রিয়েলমি জিটি ২ প্রো কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর সহ এসেছে। ফোনটি ১২ জিবি পর্যন্ত র‌্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে। এটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক রিয়েলমি ইউআই ৩.০ (Realme UI 3.0) কাস্টম স্কিনে চলে। তাপ নিয়ন্ত্রণের জন্য এই ফোনে উপস্থিত স্টেইনলেস স্টিল ভ্যাপার কুলিং ম্যাক্স টেকনোলজি।

ফটোগ্রাফির জন্য Realme GT 2 Pro ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স৭৬৬ প্রাইমারি সেন্সর, ১৫০ ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর ও ২ মেগাপিক্সেল মাইক্রোস্কোপ সেন্সর উপস্থিত রয়েছে। আবার সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৩২ মেগাপিক্সেলের সনি আইএমএক্স ৬১৫ ফ্রন্ট ক্যামেরা সেন্সর মিলবে।

পাওয়ার ব্যাকআপের জন্য Realme GT 2 Pro ফোনে দেওয়া হয়েছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যার সাথে ৬৫ ওয়াট সুপারডার্ট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। রিয়েলমির দাবি, এই ফাস্ট চার্জিং প্রযুক্তির সাহায্যে ৩৩ মিনিটে ফোনটি ১০০ শতাংশ চার্জ সম্পূর্ণ করা সম্ভব। এছাড়া, নিরাপত্তার জন্য, Realme GT 2 Pro ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে। ফোনটির কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস, ইউএসবি টাইপ সি পোর্ট।