Xiaomi Watch S1 Active এবার গ্লোবাল মার্কেটে পা রাখছে, স্মার্টওয়াচটি কেন বিশেষ জেনে নিন
আগামী ১৫ মার্চ অনুষ্ঠিত হতে চলেছে বহু প্রতীক্ষিত শাওমি গ্লোবাল লঞ্চ ইভেন্ট। সেখানে আত্মপ্রকাশ করবে শাওমি ১২ সিরিজের ফ্লাগশিপ ফোনগুলি। চীনা মোবাইল প্রস্তুতকারী সংস্থাটি ঘোষণা করেছে সেই একই মঞ্চে আত্মপ্রকাশ করবে Xiaomi Watch S1 Active স্মার্টওয়াচটি। যদিও এখনো পর্যন্ত সংস্থার তরফে আসন্ন স্মার্টওয়াচটি সম্পর্কে কোন তথ্য জানানো হয়নি। কিন্তু বিভিন্ন টিপস্টার মারফত আপকামিং গ্যাজেটটির সম্ভাব্য ফিচার এবং স্পেসিফিকেশন সামনে এসেছে। চলুন জেনে নেওয়া যাক Xiaomi Watch S1 Active স্মার্টওয়াচের সম্ভাব্য ফিচার এবং স্পেসিফিকেশন।
Xiaomi Watch S1 Active স্মার্টওয়াচের ফিচার এবং স্পেসিফিকেশন ( সম্ভাব্য)
আপকামিং শাওমি ওয়াচ এস ১ অ্যাক্টিভ স্মার্টওয়াচটি ইতিমধ্যেই গত ডিসেম্বর মাসে দেশীয় বাজারে লঞ্চ করেছে সংস্থাটি। এবার এটি বিশ্ববাজারে আসছে। যদিও গ্লোবাল মার্কেটে এটি কোনো পরিবর্তিত ফিচার সহ আসবে কিনা তা স্পষ্ট নয়। সম্প্রতি Pricebaba ওয়েবসাইটে ঘড়িটির স্পেসিফিকেশন সংক্রান্ত বিশদ তথ্য প্রকাশিত হয়েছে। সেই রিপোর্ট অনুযায়ী, আসন্ন স্মার্টওয়াচটি ১.৪৩ ইঞ্চির গোলাকৃতির অ্যামোলেড ডিসপ্লের সাথে আসতে পারে। এর ওপর থাকবে গরিলা গ্লাস ৩-এর প্রোটেকশন।
পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হতে পারে ৪৭০ এমএএইচ ব্যাটারি। যা ১২ দিন পর্যন্ত ব্যাকআপ দেবে। এমনকি জিপিএস অন থাকলে এটি ৩০ দিন পর্যন্ত ব্যবহারযোগ্য। উপরন্তু মাত্র দুই ঘণ্টায় ঘড়িটি সম্পূর্ণ চার্জ হয়ে যাবে।
অন্যদিকে, ব্যবহারকারীর স্বাস্থ্যের খেয়াল রাখতে ওয়্যারেবলটিতে থাকতে পারে হার্ট রেট ট্র্যাকার, SpO2 মনিটর, স্লিপ ,স্ট্রেস এবং এনার্জি লেভেল মনিটর। এমনকি এতে ১১৭টি ওয়ার্কআউট মোড উপলব্ধ হতে পারে।
তদুপরি, ঘড়িটিতে GPS / GLONASS / Galileo / BDS সিস্টেম সাপোর্ট করবে। দ্রুত কানেক্টিভিটির জন্য এতে ব্যবহৃত হতে পারে ব্লুটুথ ৫.২। শুধু তাই নয়, আসন্ন ঘড়িটি অ্যান্ড্রয়েড ৬.০ কিংবা তার বেশি এবং আইওএস ১০.০ কিংবা তার উচ্চতর ভার্সনে চালিত ডিভাইসের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে।
পরিশেষে জানাই, Xiaomi Watch S1 Active স্মার্টওয়াচটি ৫ এটিএম জল প্রতিরোধী ক্ষমতা সম্পন্ন এবং ২২এমএম টিপিইউ/রাবার স্ট্যাম্পের সাথে আসছে। তবে এর দাম কি হবে তা এখনও জানা যায়নি। যদিও আশা করা হচ্ছে, ব্ল্যাক, হোয়াইট এবং ব্লু - এই তিনটি কালার অপশনে আসতে চলেছে নতুন স্মার্টওয়াচটি ।