Yamaha Neo's Electric স্কুটার লঞ্চ হল, খুব হালকা, চালানো সহজ, রয়েছে আপ-টু-ডেট টেকনোলজি

By :  SUMAN
Update: 2022-03-12 08:51 GMT

Yamaha Neo's ইলেকট্রিক স্কুটার লঞ্চ হল ইউরোপের বাজারে। ক'দিন আগেই Neo's এর উপর থেকে পর্দা সরিয়ে ছিল Yamaha। স্কুটারটি বাজারে উপলব্ধ ৫০ সিসি স্কুটারের সমান ক্ষমতাশালী। তবে ফিচারে ঠাসা হয়ে এসেছে স্কুটারটি। Yamaha Neo's ই-স্কুটারের দাম, স্পেসিফিকেশন, ও ফিচারগুলির প্রসঙ্গে জেনে নেওয়া যাক।

ইয়ামাহা নিওস ডিজাইন ও ফিচার্স (Yamaha Neo's Design & Features)

ইয়ামাহা নিওস নতুন প্রজন্মের স্টাইলাশ ডিজাত্রিনের সঙ্গে এসেছে৷ স্কুটারটির সম্মুখে রয়েছে টুইন এলইডি হেডলাইট, হ্যান্ডেল বারে আছে স্লিম এলইডি টার্ন ইন্ডিকেটর, রিয়ার ফেন্ডারে নিওস (Neo's) স্টিকার এবং স্লিম এলইডি টেললাইট সহ রিয়ার মাডগার্ড।ব্যাটারি ছাড়া ইয়ামাহা নিওস ইলেকট্রিক স্কুটারের ওজন ৯০ কেজি৷ অর্থাৎ যে কোনও বয়সের চালকের পক্ষে রাইডিং আরও সহজ হবে৷

স্ট্যান্ডার্ড এবং ইকো এই দুটি রাইডিং মোড সহ হাজির হয়েছে Yamaha Neo's। এর ২৭ লিটার আন্ডার সিট ষ্টোরেজে হেলমেট অথবা একটি অতিরিক্ত ব্যাটারি অনায়াসে রাখা যেতে পারে। অন্যান্য ফিচারের মধ্যে এতে আছে কিলেস স্টার্ট, স্মল এলসিডি ইন্সট্রুমেন্ট যা Yanaha MyRide অ্যাপের মাধ্যমে স্মার্টফোনের সঙ্গে কানেক্ট করা যায়। এর কনসোল ডিসপ্লেতে গতিবেগ, ব্যাটারি লেভেল, সময়, কল এবং মেসেজ অ্যালার্ট দেখা যাবে।

ইয়ামাহা নিওস ব্যাটারি, রেঞ্জ ও মোটর (Yamaha Neo's Battery, Range & Motor)

ইয়ামাহা নিওসে ৫০.৪ ভোল্ট, ১৯.২ অ্যাম্পিয়ার আওয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক। যা একবার চার্জ দিলে ৩৮.৫ কিমি চলতে পারে৷ আবার একটি অতিরিক্ত ব্যাটারি যোগ করলে রেঞ্জ বেড়ে দাঁড়াবে ৬৮কিমি৷ একটি ব্যাটারি ২২০ ভোল্ট এসি চার্জারে সম্পূর্ণ চার্জ হতে সময় লাগে ৮ ঘন্টা। এতে রয়েছে একটি ব্রাশলেস ডিসি হাব মোটর। যা স্ট্যান্ডার্ড মোডে ঘন্টায় সর্বোচ্চ ৪০ কিমি গতিবেগে ২.০৬ কিলোওয়াট আওয়ার শক্তি এবং ইকো মোডে ঘন্টা প্রতি সর্বাধিক ৩৫ কিমি গতিবেগে ১.৫৮ কিলোওয়াট আওয়ার শক্তি উৎপন্ন হয়।

ইয়ামাহা নিওস দাম (Yamaha Neo's Price)

প্রিমিয়াম সেগমেন্টে আসার কারণে Yamaha Neo's এর মূল্য তুলনামূলক বেশি। ইউরোপের বাজারে এর দাম ৩,০০৫ ইউরো, ভারতীয় মুদ্রায় যা প্রায় প্রায় ২.৫৩ লক্ষ টাকার সমান।

Tags:    

Similar News