ঘরকে বানান সিনেমা হল, প্রায় ৫০ শতাংশ ছাড়ে কিনুন ZEBRONICS Zeb-Pixa Play 12 Projector

By :  SUPARNA
Update: 2022-04-26 09:17 GMT

আজকাল প্রায় অধিকাংশ বাড়িতেই স্মার্ট টিভি (Smart TV) আছে। এই অত্যাধুনিক টেলিভিশন - সোশ্যাল মিডিয়া, ওটিটি প্ল্যাটফর্ম এবং ইন্টারনেট পরিষেবার অ্যাক্সেস প্রদান করে থাকে। যদিও, এত কিছু সুবিধা সত্ত্বেও কম বাজেটের স্মার্ট টিভিতে থিয়েটারের মতো 'সিনেমাটিক ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্স' পাওয়া সম্ভব হয় না। তাই আজ আমরা এমন একটি ডিভাইসের খোঁজ দেব আপনাদের, যা ব্যবহার করে আপনারা নিজেদের ঘরকেই 'মিনি' থিয়েটারে রূপান্তর করতে পারবেন। আমরা কথা বলছি, দেশীয় কনজিউমার টেক সংস্থা ZEBRONICS এর Zeb-Pixa Play 12 Projector ডিভাইসের প্রসঙ্গে। এই প্রজেক্টরের মাধ্যমে আপনি রোজ ঘরে বসেই সিনেমা হলের অনুভূতি উপভোগ করতে পারবেন, তাও ১২,০০০ টাকারও কম খরচে। আপনিও যদি ডিভাইসটি কিনতে আগ্রহী থাকেন, তবে আমাদের এই প্রতিবেদন থেকে ZEBRONICS Zeb-Pixa Play 12 Projector -এর দাম ও ফিচার সম্পর্কে বিশদে জেনে নিতে পারেন।

ZEBRONICS Zeb-Pixa Play 12 Projector দাম

সুপরিচিত টেক ব্র্যান্ড জেব্রোনিকস তাদের 'মেড-ইন-ইন্ডিয়া' জেব-পিক্সা প্লে ১২ প্রজেক্টরকে ২১,৯৯৯ টাকায় লঞ্চ করেছিল। কিন্তু, ই-কমার্স সাইট ফ্লিপকার্টে এটিকে সীমিত সময়ের জন্য অবিশ্বাস্য ৪৭% ডিসকাউন্টের সাথে মাত্র ১১,৪৯৯ টাকায় বিক্রি করা হচ্ছে। সাথে অফার হিসাবে, Flipkart Axis ব্যাঙ্কের কার্ড ব্যবহারের ক্ষেত্রে ৫% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক দেওয়া হচ্ছে। আর কিস্তিতে পেমেন্ট করতে চাইলে মাসিক ১,৯১৭ টাকার নো-কস্ট ইএমআই এবং স্ট্যান্ডার্ড ইএমআই অপশন উপলব্ধ থাকছে।

ZEBRONICS Zeb-Pixa Play 12 Projector স্পেসিফিকেশন

জেব্রোনিকস জেব-পিক্সা প্লে ১২ প্রজেক্টরকে রিমোর্টের মাধ্যমে যেকোনো স্থান থেকে পরিচালনা করা যাবে। এই প্রজেক্টরে, ডলবি অডিও টেকনোলজি সমর্থিত বিল্ট-ইন স্পিকার দেওয়া হয়েছে, যার মাধ্যমে ইউজাররা সিনেমা হলের মতো হাই-কোয়ালিটির সাউন্ড উপভোগ করতে পারবেন। প্রজেকশন ডিসট্যান্সের কথা বললে, এই এলইডি (LED) প্রজেক্টরকে টিভি স্ক্রিন থেকে সর্বাধিক ৫.৬ ফুট দূরত্বে রাখতে হবে। ফ্লিপকার্টের লিস্টিং অনুসারে, এই ডিভাইসের ল্যাম্প লাইফ ৩০,০০০ ঘন্টার। তদুপরি, এই প্রজেক্টর ১৯২০x১০৮০ পিক্সেল রেজোলিউশন, ২০০০:১ প্রজেকশন রেশিও এবং সর্বোচ্চ ৩,০০০ লুমেন ব্রাইটনেস অফার করবে। আর, কানেক্টিভিটির জন্য, ZEBRONICS Zeb-Pixa Play 12 প্রজেক্টরে ১টি এইচডিএমআই (HDMI) পোর্ট এবং ১টি ভিজিএ (VGA) পোর্ট বর্তমান।

Tags:    

Similar News