প্রচুর ছবি-ভিডিয়ো তোলেন? Asus Zenfone 10 আপনার জন্য দুর্ধর্ষ ক্যামেরা নিয়ে হাজির

বর্তমানে সৌরভ লন্ডনে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় অ্যাশেজ ম্যাচটি দেখতে গেছেন।

Asus Zenfone 10 দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে বিশ্ব বাজারে আত্মপ্রকাশ করল। গত বছর লঞ্চ হওয়া Zenfone 9-এর তুলনায় উল্লেখযোগ্য আপগ্রেড অফার করলেও, একই ডিজাইন ল্যাঙ্গুয়েজ বজায় রেখেছে এই ফ্ল্যাগশিপ স্মার্টফোন। Asus Zenfone 10-এ কমপ্যাক্ট ফুলএইচডি+ ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, Qualcomm Snapdragon 8 Gen 2 প্রসেসর এবং ৪,৩০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। আসুন এই নবাগত আসুস ফোনটির স্পেসিফিকেশন এবং মূল্য সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Asus Zenfone 10: স্পেসিফিকেশন এবং ফিচার

আসুস জেনফোন ১০ হল একটি কমপ্যাক্ট ফ্ল্যাগশিপ ফোন। এটি ফুলএইচডি+ রেজোলিউশন সহ ৫.৯ ইঞ্চির সুপার-অ্যামোলেড ডিসপ্লের সাথে এসেছে, যা ১,১০০ নিট পিক ব্রাইটনেস এবং ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। আসুস জেনফোন ১০-এ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর দ্বারা চালিত, যা ১৬ জিবি এলপিডিডিআর৫এক্স র‍্যাম এবং ৫১২ জিবি ইউএফএস ৪.০ স্টোরেজের সাথে যুক্ত রয়েছে। এতে হিট ডিসিপেশন সিস্টেমও আছে।

ফটোগ্রাফির জন্য, আসুস জেনফোন ১০-এর ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৭৬৬ প্রাইমারি সেন্সর উপস্থিত রয়েছে, যা একটি ১৩ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্সের সাথে যুক্ত। এতে ঝাঁকুনি-মুক্ত ভিডিও শুটিংয়ের জন্য অ্যাডাপটিভ ইলেকট্রনিক্স ইমেজ স্ট্যাবিলাইজেশন (EIS) সহ একটি ছয়-অ্যাক্সিসের জিম্বাল স্টেবিলাইজার ২.০ রয়েছে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য, ফোনের সামনে ৩২ মেগাপিক্সেলের আরজিবিডাব্লিউ (RGBW) ফ্রন্ট ফেসিং সেলফি ক্যামেরা অবস্থান করছে।

ডিভাইসটিতে একটি কুইক শট ফাংশন রয়েছে যা ভলিউম বাটনের ডবল-ট্যাপে ছবি ক্লিক করে। অডিওর জন্য, আসুস জেনফোন ১০-এ কোয়ালকম এপিটিএক্স লসলেস অডিও সহ ডুয়েল স্টেরিও স্পিকার অন্তর্ভুক্ত রয়েছে। ফোনটির ৪,৩০০ এমএএইচ ব্যাটারি ৩০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে এবং কিউআই-সার্টিফায়েড ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিংয়ের সাথেও কম্প্যাটিবল।

এছাড়া নিরাপত্তার জন্য, Asus Zenfone 10-এর পাওয়ার বাটনে একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এম্বেড করা রয়েছে। এটিতে একটি টাচ সেন্সরও মিলবে (জেন টাচ ২.০ নামে পরিচিত), যা ইউজারদের ওয়েবসাইট স্ক্রোল করা বা ভিডিও প্লেব্যাক নিয়ন্ত্রণ করার মতো একাধিক কাজ সম্পাদন করতে সাহায্য করে। Zenfone 10 একটি বিল্ট-ইন কিকস্ট্যান্ড এবং কার্ড হোল্ডার সহ একটি কানেক্স (Connex) ফোন কেস সহ এসেছে। Zenfone 10-এ ধুলো এবং জল-প্রতিরোধের জন্য আইপি৬৮ রেটিং রয়েছে।

Asus Zenfone 10: মূল্য ও লভ্যতা

ইউরোপের মার্কেটে Asus Zenfone 10-এর ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৭৯৯ ইউরো (প্রায় ৭১,৩২৫ টাকা)। যেখানে ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং টপ-এন্ড ১৬ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ মডেলগুলির মূল্য যথাক্রমে ৮৪৯ ইউরো (প্রায় ৭৫,৭৯০ টাকা) এবং ৯২৯ ইউরো (প্রায় ৮২,৯৩০ টাকা)। Asus Zenfone 10 মিডনাইট ব্ল্যাক, অরোরা গ্রিন, ইক্লিপস রেড, হোয়াইট এবং স্টারি ব্লু-র মতো আকর্ষণীয় কালার অপশনে পাওয়া যাবে। স্মার্টফোনটি শীঘ্রই ভারত লঞ্চ হবে বলে অনুমান করা হচ্ছে।