আনলিমিটেড কল, ডেটা ও আরও অনেক কিছু, এয়ারটেল আনলো ৪৯৯ টাকার প্ল্যান

By :  techgup
Update: 2020-04-17 10:31 GMT

দেশের বৃহত্তম টেলিকম কোম্পানি Airtel তাদের প্রিপেড গ্রাহকদের জন্য প্রায়শই নতুন নতুন অফার আনে। তবে কোম্পানি পোস্টপেড গ্রাহকদের জন্য ও যে দুর্দান্ত কিছু প্ল্যান এনেছে তা অস্বীকার করার জায়গা নেই। পোস্টপেড গ্রাহকরাও এই প্ল্যানে আনলিমিটেড কল, ডেটা সুবিধা পেয়ে থাকে। শুধু তাই নয় এখানে অতিরিক্ত সুবিধা হিসাবে Prime Video এবং Zee5 সাবস্ক্রিপশন দেওয়া হয়। আমরা কথা বলছি এয়ারটেলের ৪৯৯ টাকার প্ল্যান সম্পর্কে।

এয়ারটেল ৪৯৯ টাকার পোস্টপেড প্ল্যান :

এয়ারটেলের এই প্ল্যানের ভ্যালিডিটি একমাস। কোম্পানির দাবি অনুযায়ী এটি হল বেস্ট সেলিং পোস্টপেড প্ল্যান। এই প্ল্যানে গ্রাহকরা মোট ৭৫ জিবি ডেটা পায়। এছাড়াও যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলের সুবিধা থাকে। আবার এখানে স্মার্টফোন প্রটেকশন উপলব্ধ। এছাড়াও Prime Video, Zee5 এবং এয়ারটেল Xtream অ্যাপের সাবস্ক্রিপশন দেওয়া হবে।

প্রিপেড নাকি পোস্টপেড প্ল্যানে বেশি সুবিধা :

এয়ারটেল ৪৯৯ টাকায় এখন কোনো প্রিপেড প্ল্যান অফার করে না। আগের ৪৯৯ টাকার প্ল্যানের দাম বেড়ে ৬৯৮ টাকা হয়েছে। তবে কোম্পানি এখন ৪৪৯ টাকার একটি প্রিপেড প্ল্যান অফার করে। এই প্ল্যানের ভ্যালিডিটি ৫৬ দিন। আবার আনলিমিটেড কলের সুবিধা রয়েছে। তবে কেবল ২ জিবি ডেটা পাওয়া যায়।

Tags:    

Similar News