Bharat Sanchar Nigam Limited: অবশেষে লাভের মুখ দেখতে চলেছে BSNL, কবে থেকে জানাল কেন্দ্রীয় মন্ত্রী

By :  techgup
Update: 2023-02-06 12:07 GMT

একটা সময়ে জমিয়ে ব্যবসা করার পাশাপাশি চুটিয়ে মুনাফা অর্জন করলেও বেসরকারি টেলিকম সংস্থাগুলির সৌজন্যে গত কয়েক বছর ধরে আর্থিক সঙ্কটে জেরবার হয়ে যাচ্ছে সরকারি মালিকানাধীন টেলিকম কোম্পানি BSNL বা Bharat Sanchar Nigam Limited। এদেশে ইতিমধ্যেই বেসরকারি কোম্পানিগুলি 5G পরিষেবা রোলআউট করে ফেললেও BSNL এখনও ভারতে 4G সার্ভিসই নিয়ে আসতে পারেনি। এর ফলে প্রায়শই রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থাটিকে ব্যঙ্গবিদ্রুপের মুখে পড়তে হয়৷ যদিও বাজারে টিকে থাকতে প্রতিনিয়তই প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে BSNL, কিন্তু কোনোভাবেই তারা বেসরকারি কোম্পানিগুলিকে টেক্কা দিতে পারছে না। তবে সম্প্রতি কেন্দ্রীয় যোগাযোগ প্রতিমন্ত্রী দেবুসিংহ চৌহান (Devusinh Chauhan) সরকারি মালিকানাধীন টেলিকম কোম্পানিটির উন্নতির প্রসঙ্গে একটি আশাজনক কথা শুনিয়েছেন৷

২০২৭ সালের মধ্যে লাভবান হবে BSNL

শুক্রবার সংসদে যোগাযোগ প্রতিমন্ত্রী জানিয়েছেন যে, ভারতের রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড নিট মুনাফা অর্জন করে ২০২৬-২৭ অর্থবর্ষে নিশ্চিতভাবে লাভবান হবে। চৌহানের কথায়, ২০২২-২৩ সালের এপ্রিল-সেপ্টেম্বর মাসে বিএসএনএলের লোকসানের পরিমাণ ছিল ৩,৫৮৯ কোটি টাকা। তবে সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিএসএনএলের জন্য ১.৬৪ লক্ষ কোটি টাকার পুনরুজ্জীবন প্রকল্প অনুমোদন করেছেন। এছাড়াও, নানা ধরনের সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সংস্থাটিকে, যার ফলে আগামী কয়েক বছরের মধ্যে বিএসএনএল পুরোপুরিভাবে ঘুরে দাঁড়াতে সক্ষম হবে বলে দাবি করেছেন চৌহান।

কেন্দ্রের পুনরুজ্জীবন প্রকল্পের দৌলতে চাঙ্গা হতে পারে BSNL

উল্লেখ্য যে, ২০২১-২২ অর্থবর্ষে বিএসএনএলের মোট লোকসানের পরিমাণ ছিল ৬,৯৮২ কোটি টাকা। তবে মোদীর ১.৬৪ লক্ষ কোটি টাকার পুনরুজ্জীবন প্রকল্পের সহায়তায় খুব শীঘ্রই ভারতে রাষ্ট্রায়ত্ত সংস্থাটির ৪জি (4G) এবং ৫জি (5G) পরিষেবার দেখা মিলবে বলে আশা করা হচ্ছে, যার ফলে লোকসানের খরা কেটে পরিস্থিতি আমূল পাল্টে যাবে বলে ধরে নেওয়া যেতে পারে। আবার, ৪জি এবং ৫জি-র লিগ্যাসি নেটওয়ার্কগুলিকে আপগ্রেড করার জন্য সম্প্রতি অনুষ্ঠিত কেন্দ্রীয় বাজেটে বিএসএনএল এবং এমটিএনএল (MTNL) অর্থাৎ মহানগর টেলিফোন নিগম লিমিটেড (Mahanagar Telephone Nigam Limited)-কে ৫২,৯৩৭ কোটি টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছে ভারত সরকার। ফলে এই সবকিছুর দৌলতে আগামী দিনে চৌহানের ভবিষ্যদ্বাণী সত্যি হবে বলেই আশা করা যেতে পারে।

চলতি বছরের দ্বিতীয়ার্ধে এদেশে 4G পরিষেবা নিয়ে আসতে রীতিমতো বদ্ধপরিকর BSNL

প্রসঙ্গত জানিয়ে রাখি, দেশীয় প্রযুক্তির উপর নির্ভর করে গোটা দেশে 4G চালু করতে টাটা কনসালটেন্সি সার্ভিসেস বা টিসিএস (TCS) এবং সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ টেলিম্যাটিক্স (C-DoT)-এর সাহায্য নিচ্ছে BSNL। সম্প্রতি জানা গিয়েছে যে, আগামী মাস থেকেই ৫০ টি রেডিও ইউনিট নিয়ে লাইভ নেটওয়ার্কে স্বদেশে তৈরি সলিউশনটির টেস্টিংয়ের কাজ শুরু করার পরিকল্পনা করেছে রাষ্ট্রায়ত্ত টেলিকম কোম্পানিটি। উল্লেখ্য, BSNL ১,০০,০০০ টি 4G সাইট লঞ্চ করার কথা চিন্তাভাবনা করেছে, যার জন্য ১৫,০০০-১৬,০০০ কোটি টাকা খরচ হবে। যদিও আমরা সকলেই জানি যে, পূর্বে একাধিকবার সংস্থার 4G রোলআউটের দিনক্ষণ প্রকাশ্যে এলেও বিভিন্ন কারণে তা পিছিয়ে গিয়েছে; তবে চলতি বছরের দ্বিতীয়ার্ধে এদেশে 4G পরিষেবা নিয়ে আসতে রীতিমতো বদ্ধপরিকর BSNL৷ সেক্ষেত্রে এবার সত্যি সত্যিই রাষ্ট্রায়ত্ত টেলিকম কোম্পানিটির পরিকল্পনা বাস্তবায়িত হবে কি না, সেটা একমাত্র সময়ই বলতে পারবে।

Tags:    

Similar News