SIM Card Rules: সিম কার্ডের জন্য নয়া নিয়ম, এই কাজে 2 বছরের জন্য ব্লক হবে মোবাইল নম্বর

Avatar

Published on:

New SIM Card Rules Spam or Fraud call

কেন্দ্রীয় সরকার স্প্যাম এবং ফ্রড কল নিয়ে আরও কঠোর হচ্ছে। সরকারের তরফে গ্রাহকদের এই ধরনের কল থেকে মুক্তি দেওয়ার জন্য নয়া পদক্ষেপ গ্রহণ করার কথা বলা হয়েছিল। এরপর ২৩ ফেব্রুয়ারি ট্রাইয়ের (TRAI) পক্ষ থেকে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। এই সভায় সাধারণ সম্মতি নিয়ে একটি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যার অধীনে কোনও ব্যক্তি তার ব্যক্তিগত মোবাইল নম্বর ৎদি প্রচার বা স্প্যাম কলের জন্য ব্যবহার করেন, সেই মোবাইল নম্বর (Mobile number) ২ বছরের জন্য ব্লক করা হবে। সেই সঙ্গে তার ঠিকানায় নতুন কোনো সিম কার্ড ইস্যু করা হবে না।

১০ ডিজিটের মোবাইল নম্বরের জন্য নতুন প্ল্যান

নতুন পরিকল্পনায় ট্রাই প্রমোশন কলের জন্য আলাদাভাবে ১০ ডিজিটের একটি নতুন মোবাইল নম্বর ইস্যু করার নির্দেশ দিয়েছে, যাতে ব্যবহারকারীরা রিমোটলি প্রোমোশন এবং স্প্যাম কলগুলি সনাক্ত করতে পারেন। এছাড়া মেশিন লার্নিং (Machine Learning) ও কৃত্রিম বুদ্ধিমত্তার (Artificial Intelligence) সাহায্যে স্প্যাম ও জালিয়াতি রোধে একটি ব্যবস্থা গড়ে তোলার নির্দেশনা দেওয়া হয়েছে।

নতুন মোবাইল নম্বর ইস্যু করা হবে

ট্রাই টেলিকম সংস্থাগুলিকে ৭টি ক্যাটাগরিতে ১০ ডিজিটের মোবাইল নম্বর ইস্যু করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে প্রোমোশন এবং স্প্যাম কল সনাক্ত করা যায়। এর জন্য ৭টি ক্যাটাগরি তৈরি করেছে ট্রাই। এসব ক্যাটাগরির জন্য বিভিন্ন ধরনের মোবাইল নম্বর ইস্যু করা হবে। এর মাধ্যমে ব্যবহারকারীরা জালিয়াতি ও স্প্যাম কল শনাক্ত ও ব্লক করতে পারবেন। এ ছাড়া ডু নট ডিস্টার্ব অর্থাৎ ডিএনডিকে আরও ভালো করার ওপর জোর দেওয়া হয়েছে।

আসছে নতুন ৭টি মোবাইল ক্যাটাগরি

• ব্যাংকিং / বীমা / আর্থিক প্রোডাক্ট / ক্রেডিট কার্ড
• শিক্ষাদান
• স্বাস্থ্য
• কনজিউমার প্রোডাক্ট
• অটোমোবাইল
• যোগাযোগ / সম্প্রচার / বিনোদন / আইটি
• পর্যটন

সঙ্গে থাকুন ➥