WhatsApp ইউজারদের জন্য বড় সুখবর, সেভ রাখা যাবে ডিসঅ্যাপেয়ারিং মেসেজ

অদৃশ্য হয়ে যাওয়া মেসেজ সেভ করার সুযোগ দেবে WhatsApp, আপাতত বিটা টেস্টাররা পাবেন এই সুবিধা

নিত্যদিনের নানাবিধ প্রয়োজনীয় কাজের জন্য বর্তমান সময়ে প্রচুর পরিমাণে WhatsApp চ্যাটিং করা হয়। এর ফলে মেসেজ, ইমেজ বা ভিডিওর মতো একগুচ্ছ মিডিয়া ফাইল ফোনের স্টোরেজ দখল করতে থাকে। তাই স্টোরেজ বাঁচাতে দিনের শেষে খুঁজে খুঁজে ইউজারদের সমস্ত অপ্রয়োজনীয় ফাইলগুলিকে ডিলিট করতে হয়, যা নিতান্তই খুবই বিরক্তিকর এবং সময়সাপেক্ষ। তাই এই সমস্যার হাত থেকে ব্যবহারকারীদেরকে রেহাই দিতে বছরখানেক আগে ‘ডিসঅ্যাপেয়ারিং মেসেজ’ (Disappearing Messages) নামক একটি মজাদার ও কার্যকর ফিচার রোলআউট করেছিল WhatsApp। উল্লেখ্য যে, এই ফিচারটি এনাবল করা থাকলে নির্দিষ্ট সময় অন্তর স্বয়ংক্রিয়ভাবে চ্যাট ডিলিট হয়ে যায়।

কিন্তু সমস্যাটা হল, এই ডিসঅ্যাপেয়ারিং মেসেজের মধ্যে যদি কোনো একটি নির্দিষ্ট মেসেজকে ব্যবহারকারীরা দীর্ঘদিন যাবৎ রেখে দেবেন বলে মনে করেন, তাহলে সেই কাজটি করার সুযোগ এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে উপলব্ধ নয়। তাই ইউজারদের সুবিধার্থে সম্প্রতি মেটা (Meta) মালিকানাধীন কোম্পানিটি ডিসঅ্যাপেয়ারিং মেসেজের একটি নতুন ফিচারের ওপর কাজ করছে বলে জানা গিয়েছে, যার সুবাদে আইওএস (iOS) এবং অ্যান্ড্রয়েড (Android) ব্যবহারকারীরা নিজেদের প্রয়োজনমতো কিছু ডিসঅ্যাপেয়ারিং মেসেজকে সেভ করে রাখতে সক্ষম হবেন। ফলে উক্ত ফিচারটির আগমন ঘটলে ইউজাররা যে নিশ্চিতভাবে উপকৃত হবেন, সেকথা বলাই বাহুল্য।

অদৃশ্য হয়ে যাওয়া মেসেজ সেভ করার সুযোগ দেবে WhatsApp, আপাতত বিটা টেস্টাররা পাবেন এই সুবিধা

হোয়াটসঅ্যাপের ফিচার ট্র্যাকার Wabetainfo-র রিপোর্ট অনুযায়ী, বর্তমানে নির্বাচিত কিছু বিটা টেস্টারদের জন্য আলোচ্য ফিচারটি রোলআউট করা হয়েছে। সেক্ষেত্রে ফিচারটিকে হাতেনাতে ব্যবহার করতে চাইলে ইউজারদেরকে গুগল প্লে স্টোর (Google Play Store) কিংবা টেস্টফ্লাইট (TestFlight) অ্যাপ থেকে হোয়াটসঅ্যাপের লেটেস্ট বিটা ভার্সনটি ইনস্টল করতে হবে। তবে অ্যাপটির স্টেবল ভার্সনে কবে এটির দেখা মিলবে, সে সম্পর্কে এই মুহূর্তে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।

Wabetainfo-র রিপোর্টে বলা হয়েছে যে, আলোচ্য ফিচারটির আগমন ঘটলে ‘কিপ’ (Keep) অপশন ব্যবহার করে ইউজাররা নিজেদের দরকারি ডিসঅ্যাপেয়ারিং মেসেজগুলিকে সেভ করে রাখতে পারবেন। উল্লেখ্য যে, এই সমস্ত মেসেজগুলিকে বুকমার্ক আইকন মারফত মার্ক করেও রাখা যাবে, এবং বর্তমানে বিটা টেস্টাররা ‘কেপ্ট মেসেজেস’ (Kept Messages) সেকশনের অধীনে এই মেসেজগুলিকে দেখতে পাবেন। আবার, চাইলে অপ্রয়োজনীয় মেসেজগুলিকে সরিয়ে ফেলতেও পারবেন ইউজাররা।

গ্রুপ এবং পার্সোনাল উভয় চ্যাটেই ব্যবহার করা যাবে এই ফিচার

এর পাশাপাশি Wabetainfo আরও জানিয়েছে যে, WhatsApp গ্রুপের অন্তর্ভুক্ত কোনো-এক সদস্য যদি নিজের ইচ্ছেমতো কোনো ডিসঅ্যাপেয়ারিং মেসেজকে মুছে ফেলতে চান, তাহলে তাকে বাধা দিতে পারবেন সংশ্লিষ্ট গ্রুপের অ্যাডমিনরা। অর্থাৎ সহজে বললে, গ্রুপে এই ফিচারটি কখন ব্যবহৃত হবে, তার ওপর অ্যাডমিনের সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে। রিপোর্টে আরও বলা হয়েছে যে, গ্রুপ এবং পার্সোনাল উভয় চ্যাটেই ইউজাররা অতি অনায়াসে এই ফিচারটিকে ব্যবহার করতে পারবেন।