রঞ্জি ট্রফি ফাইনালেও এর ব্যর্থ শ্রেয়াস, KKR অধিনায়কের খারাপ ফর্মে চিন্তিত নাইট শিবিরও

শ্রেয়াস আইয়ারের সাম্প্রতিক ফর্ম বিশেষ কিছু নয়। আইসিসি ওয়ানডে বিশ্বকাপের পর থেকে তার খেলায় উল্লেখযোগ্য অবনতি ঘটেছে।

রঞ্জি ট্রফির ফাইনাল (Ranji Trophy 2024 Final) ম্যাচ চলছে মুম্বই বনাম বিদর্ভের মধ্যে। ম্যাচে টস জিতে মুম্বাইকে ব্যাট করতে পাঠায় বিদর্ভের দল। দলের জন্য, ওপেনার ব্যাটসম্যান পৃথ্বী শ (Prithvi Shaw) এবং ভূপেন লালওয়ানির মধ্যে ৮১ রানের দুর্দান্ত পার্টনারশিপ ছিল, তবে বিদর্ভের বোলাররা শক্তিশালী প্রত্যাবর্তন করেছিল এবং মুম্বাইকে ধারাবাহিকভাবে চমকে দিয়েছিল। শ্রেয়াস আইয়ারের (Shreyas Iyer) উইকেট-সহ ১০০ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে ফেলেছিল মুম্বাই।

১৫ বল খেলে মাত্র ৭ রান করতে পারেন আইয়ার। পেসার উমেশ যাদবের (Umesh Yadav) বলে করুণ নায়ারের হাতে ধরা পড়েন শ্রেয়াস আইয়ার। ফাইনালে আইয়ারের খারাপ ফর্ম মুম্বাইকে অভিভূত করা উচিত নয়। সেমিফাইনালেও আইয়ারের পারফরম্যান্স বিশেষ কিছু ছিল না। সেমিফাইনাল ম্যাচে তামিলনাড়ুর বিরুদ্ধে মাত্র ৩ রানে আউট হন আইয়ার।

শ্রেয়াস আইয়ারের সাম্প্রতিক ফর্ম বিশেষ কিছু নয়। আইসিসি ওয়ানডে বিশ্বকাপের পর থেকে তার খেলায় উল্লেখযোগ্য অবনতি ঘটেছে, যার কারণে তাকে টিম ইন্ডিয়ার বাইরেও থাকতে হয়েছিল। একই সঙ্গে রঞ্জি ট্রফিতে আইয়ারের পারফরম্যান্স এখন কেকেআরের (KKR) চিন্তার কারণ হয়ে উঠতে পারে। আইপিএল (IPL 2024) শুরু হতে এখন দুই সপ্তাহেরও কম সময় বাকি। এমন পরিস্থিতিতে কেকেআর চাইবে, দলের হয়ে মাঠে নামার সময় আইয়ার ফর্ম নিয়ে আসুক।

আইপিএলে কেকেআরের অধিনায়ক শ্রেয়াস আইয়ার। তবে পিঠের চোটের কারণে গত মরসুমে খেলতে পারেননি তিনি। আইয়ারের জায়গায় কেকেআরের হয়ে দলকে নেতৃত্ব দেন নিতীশ রানা (Nitish Rana)। সেবছর শ্রেয়াস আইয়ারের অনুপস্থিতিতে কেকেআরের খেলাও বিশেষ কিছু ছিল না। এমন পরিস্থিতিতে নতুন মরশুমে আইয়ারের উপস্থিতিতে কেকেআর আরও ভাল পারফরম্যান্স করবে বলেই মনে করা হচ্ছে।