যেমন পিকচার তেমন সাউন্ড, Sony Bravia X90L স্মার্ট টিভি সিরিজ ৭৫ ইঞ্চি পর্যন্ত স্ক্রিন সাইজে লঞ্চ হল, দাম কত
Sony আজ ভারতের বাজারে তাদের Bravia-সিরিজের অধীনে নতুন টেলিভিশন মডেল লঞ্চ করল। নবাগত Sony Bravia X90L সিরিজের অধীনে মোট তিনটি ডিসপ্লে সাইজের মডেল এসেছে, যথা ৫৫-ইঞ্চি, ৬৫-ইঞ্চি এবং ৭৫-ইঞ্চি। এগুলির ডিসপ্লে সাইজ বাদে বাদবাকি ফিচার সব এক সমান। এক্ষেত্রে নয়া Bravia X90L টেলিভিশনগুলি - ৪কে রেজোলিউশন সমর্থিত ফুল অ্যারে LED ডিসপ্লে প্যানেল, ডলবি অ্যাটমস প্রযুক্তি সহ এক্স-ব্যালেন্সড স্পিকার সিস্টেম, ব্রাভিয়া ফ্রন্ট ক্যামের মতো একাধিক ফ্ল্যাগশিপ কনফিগারেশন অফার করে। সর্বোপরি দুর্দান্ত গেমিং অভিজ্ঞতা প্রদানের জন্য এটি ভ্যারিয়েবল রিফ্রেশ রেট এবং অটো-লো লেটেন্সি মোড (ALLM) -এর সাপোর্ট সহ এসেছে। চলুন এবার Sony ব্র্যান্ডিংয়ের নতুন স্মার্ট সিরিজের দাম, প্রাপ্যতা এবং বিশেষত্ব সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক…
ভারতে Sony Bravia X90L সিরিজের দাম এবং প্রাপ্যতা
ভারতের বাজারে সনি ব্রাভিয়া এক্স৯০এল সিরিজ অন্তর্গত ৫৫-ইঞ্চি ডিসপ্লে ভ্যারিয়েন্টের দাম ১,৩৯,৯৯০ টাকা রাখা হয়েছে। উচ্চতর ৬৫-ইঞ্চি ডিসপ্লে সাইজের সাথে আসা মডেলের দাম থাকছে ১,৭৯,৯৯০ টাকা। সংস্থার তরফ থেকে এখনো ৭৫-ইঞ্চি ডিসপ্লে বিকল্পের দাম ঘোষণা করা হয়নি।
লভ্যতার কথা বললে, ব্রাভিয়া এক্স৯০এল সিরিজের এই টেলিভিশনগুলিকে আপনারা আজ (২৬শে জুন) থেকে এদেশে অবস্থিত সমস্ত সনি সেন্টার সহ শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স স্টোর এবং ই-কমার্স পোর্টাল থেকে কিনে নিতে পারবেন৷ আর লঞ্চ অফারের অধীনে, PS5 গেমিং কনসোলকে কম্বো হিসাবে ক্রয় করলে ২৪,০০০ টাকার অতিরিক্ত ছাড় দেওয়া হবে৷
Sony Bravia X90L সিরিজের স্পেসিফিকেশন ও ফিচার
সনি ব্রাভিয়া এক্স৯০এল টিভি সিরিজের অধীনে ৫৫-ইঞ্চি, ৬৫-ইঞ্চি এবং ৭৫-ইঞ্চি ডিসপ্লে সাইজের মডেল উপলব্ধ। এগুলি বেজেল-লেস ডিজাইনের ডিসপ্লে সহ এসেছে। এই সিরিজটি এক্স-প্রটেকশন প্রো প্রযুক্তি সমর্থন করে, যা ধুলো ও আর্দ্রতা প্রতিরোধী এবং সেইসাথে বজ্রপাত ও পাওয়ার সার্জের মতো সমস্যার থেকে ডিভাইসকে সুরক্ষিত রাখে।
সনি ব্র্যান্ডের এই লেটেস্ট টিভি সিরিজে - এক্সআর কন্ট্রাস্ট প্রো বুস্টার, এক্সআর ট্রিলুমিনস প্রো এবং এক্সআর ক্লিয়ার ইমেজ প্রযুক্তি সমর্থিত ফুল অ্যারে LED ডিসপ্লে প্যানেল দেওয়া হয়েছে। আবার ৪কে রেজোলিউশন, এইচডিআর ফর্ম্যাট, এবং ৪কে আপস্কেলিং প্রযুক্তির সমর্থনও অফার করে সিরিজ অন্তর্গত টেলিভিশনগুলি। এছাড়া Bravia X90L সিরিজটি আইম্যাক্স (IMAX) এনহ্যান্স সার্টিফিকেশন প্রাপ্ত হওয়ায়, অত্যাশ্চর্য ভিজ্যুয়াল কোয়ালিটি এবং দুর্দান্ত অডিও এক্সপিরিয়েন্স প্রদানে সক্ষম৷
এছাড়া Sony Bravia X90L লাইনআপটি ডলবি অ্যাটমস প্রযুক্তি সমর্থিত এক্স-ব্যালেন্সড স্পিকার সিস্টেমের সাথে এসেছে। এছাড়া আরো উন্নত ও জোরালো সাউন্ড সরবরাহের উদ্দেশ্যে সংস্থাটি তাদের এই নয়া টিভি মডেলগুলিতে, ৩ডি সারাউন্ড আপস্কেলিং সহ এক্সআর সাউন্ড এবং অ্যাকোস্টিক অডিও ক্যালিব্রেশন প্রযুক্তিও ব্যবহার করেছে ।
অন্যান্য বৈশিষ্ট্যের কথা বললে, ব্রাভিয়া এক্স৯০এল সিরিজের মডেল-ত্রয়ীতে ব্রাভিয়া কোর অ্যাপ প্রি-লোডেড থাকছে। এই অ্যাপ 'সনি পিকচার' (Sony Picture) মুভির অ্যাক্সেস প্রদান করে এবং একই সাথে পিওর স্ট্রিম সহ ৪কে ব্লু-রে টেকনোলজি ব্যবহার করে কনটেন্টগুলিকে স্ট্রিম করে। আবার 'বিগ স্ক্রিন' -এ ভিডিও কল করার সুবিধার্থে এতে ব্রাভিয়া ক্যাম রয়েছে, যা জেসচার কন্ট্রোল, প্রক্সিমিটি অ্যালার্ট সতর্কতা এবং প্রোটেক্টেড প্রাইভেসির মতো বিবিধ মোড অফার করে।
সর্বোপরি গেমাররা Sony Bravia X90L স্মার্ট টিভি সিরিজে ভ্যারিয়েবল রিফ্রেশ রেট, অটো-লো লেটেন্সি মোড (ALLM), অটো এইচডিআর টোন ম্যাপিং এবং PS5 -এর সাথে সমঞ্জস্যপূর্ণ গেম মোড উপলব্ধ পেয়ে যাচ্ছেন। পরিশেষে গুগল টিভি ওএস দ্বারা চালিত এই টিভি লাইনআপটি - ক্রোমকাস্ট, এয়ারপ্লে এবং হোমকিট -এর অ্যাক্সেস প্রদান করে।