Harley-Davidson এর মোটরসাইকেল রাতারাতি 4 লক্ষ টাকা সস্তা, সুযোগ হাতছাড়া করলে পস্তাবেন

Avatar

Published on:

Harley-Davidson Pan America 1250 gets a rs 4 lakh price cut

আইকনিক মার্কিন টু-হুইলার ব্র্যান্ড হার্লে-ডেভিডসন (Harley-Davidson) ভারতে তাদের মোটরসাইকেলের দাম বিপুল কমানোর ঘোষণা করল। ফলে সস্তায় হার্লের বাইক কেনার বড় সুযোগ ভারতীয়দের সামনে। সংস্থাটি তাদের প্রথম অ্যাডভেঞ্চার মোটরসাইকেল Pan America 1250 ও Pan America 1250 Special-এর ২০২১-এর মূল্য এক ধাক্কায় ৪ লক্ষ টাকা কমিয়েছে। যে কারণে Pan America রেঞ্জের দাম ১২.৯০ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু হচ্ছে‌।

মূল্য হ্রাসের আগে 2021 Pan America 1250 বেস মডেলের ভিভিড ব্ল্যাক কালার অপশনটির দাম ছিল ১৬.৯০ লক্ষ টাকা। অন্যদিকে Pan America 1250 Special ২১.১১ লক্ষ টাকায় কেনা যেত। কিন্তু এখন এটি কিনতে খরচ পড়বে ১৭.১১ লক্ষ টাকা। অ্যাডভেঞ্চার বাইকটির স্ট্যান্ডার্ড মডেলের দাম কমার ফলে BMW 850 GS (১২.৫ লক্ষ টাকা)-এর প্রধান বিকল্পে পরিণত হয়েছে।

আবার Pan America 1250 এখন ১৩.৭০ লক্ষ টাকা মূল্যের Triumph Tiger 900 GT-এর চেয়ে প্রায় ৮০ হাজার টাকা সস্তা। যদিও Pan America 1250 Special-এর দাম Tiger 900 GT-র চেয়ে প্রায় ২ লক্ষ টাকা বেশি‌। কারণ আরও পাওয়ারফুল ইঞ্জিন থাকার কারণে বেশি পাওয়ার উপলব্ধ। আবার সেমি-অ্যাক্টিভ সাসপেনশনের মত ফিচারের উপস্থিতির কারণে বেশ আরামে অ্যাডভেঞ্চার রাইড করা যায়। উল্লেখ্য, লিমিটেড কয়েকটি ইউনিটের দামই কমিয়েছে হার্লি৷ যেগুলি গত বছরে নির্মিত।

Harley-Davidson Pan America-র পারফরম্যান্সের প্রসঙ্গে আসলে, এতে রয়েছে ১২৫০ সিসি ভি-টুইন ইঞ্জিন, যা সর্বোচ্চ ১৫২ এইচপি শক্তি এবং ১২৮ এনএম টর্ক উৎপন্ন করে। ইঞ্জিনটি ডুয়েল ওভারহেড ক্যামশ্যাফ্ট (DOHC), ভেরিয়েবল ভাল্ভ টাইমিং সহ ফোর ভাল্ভ হেড-সহ এসেছে। স্পেশাল ভ্যারিয়েন্টের ফিচারগুলির মধ্যে অ্যাডাপটিভ লাইট, টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম এবং সাসপেনশন ৫০ মিমি কমানো অপশনাল অ্যাডাপটিভ রাইড হাইট (ARH) সিস্টেম উল্লেখযোগ্য।

সঙ্গে থাকুন ➥