HomeBikeRoyal Enfield রাইডার ম্যানিয়ার ঢাকে কাঠি পড়ল, নতুন Super Meteor 650 বাইক...

Royal Enfield রাইডার ম্যানিয়ার ঢাকে কাঠি পড়ল, নতুন Super Meteor 650 বাইক দেখতে উপচে পড়া ভিড়

দু-বছরের শীতঘুম কাটিয়ে আবারো ফিরে এলো রাইডার ম্যানিয়া (Rider Mania), আয়োজক আইকনিক মোটরসাইকেল নির্মাতা রয়্যাল এনফিল্ড (Royal Enfield)। আজ, শুক্রবার, গোয়াতে উব্ধোধন হল ইভেন্টটির। চলবে ২০ তারিখ পর্যন্ত। মাঝের দুই বছর করোনা অতিমারির কারণে বন্ধ ছিল জনপ্রিয় ওই রাইডিং ইভেন্ট। চলতি বছরে ১২ তম বর্ষে পদার্পণ করছে রাইডার ম্যানিয়া।

১৫ হাজারেরও বেশি বাইক চালক অনুষ্ঠানে যোগদান করবে বলে রয়্যাল এনফিল্ড-র অনুমান। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নানাবিধ বাইক চালক, শিল্পী, সংগীতশিল্পী ও গল্পকারদের আগমনে এই অনুষ্ঠান সর্বাঙ্গীণ সুন্দর হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে। বিভিন্ন শিল্পীরা এখানে তাদের নিজ প্রতিভা প্রদর্শন করার সুযোগ পাবেন। দেশের সঙ্গীত, কলা, ঐতিহ্য এবং সংস্কৃতি সবকিছুই ফুটে উঠবে এ বছরের রাইডার ম্যানিয়াতে।

যদিও রাইডার ম্যানিয়ার ১২তম সংস্করণের প্রধান আকর্ষণ অন্য জায়গায় লুকিয়ে রয়েছে। সম্প্রতি ইতালির মিলান মোটরসাইকেল শো-তে প্রদর্শিত হওয়া সুপার মিটিওর ৬৫০ (Super Meteor) ক্রুজার আত্মপ্রকাশ করবে এখানে। এমনকি সরাসরি লঞ্চের ঘোষণা অর্থাৎ দাম প্রকাশ করা হতে পারে বলেও জল্পনা শোনা যাচ্ছে।

এ বছর রাইডার ম্যানিয়ার চারটি আলাদা বিভাগ থাকছে – মোটোথ্রিল, মোটোভিলে, মোটোসনিক ও মোটোশপ। এর পাশাপাশি থাকবে মোটোরিল নামক আরো একটি প্রোগ্রাম যেখানে এই ইন্ডাস্ট্রির বিখ্যাত ব্যক্তিত্বদের সঙ্গে উৎসাহী রাইডাররা কথোপকথন করতে পারবেন।

মোটোথ্রিল মূলত একটি অফ-রোড ট্রেনিং মোটোপার্ক এবং ট্রেনিং অ্যাকাডেমি, যা ভারতের প্রথম ডেকার র‍্যালি অংশগ্রহণকারী সিএস সন্তোষের মস্তিস্কপ্রসূত। এছাড়াও এখানে থাকবেন নানি রোমা, যিনি ডেকার র‍্যালিতে অংশগ্রহণকারী জনপ্রিয় দুই চাকা ও চারচাকা চালক এবং থাকবেন ডেকার র‍্যালিতে অংশগ্রহণকারী অন্যতম প্রথম ভারতীয় আশীষ রাওরানে। উপরন্তু এই ইভেন্টে থাকবে ডার্ট ট্রাক।

মোটোভিলের মধ্যে রয়েছে চারটি আলাদা জোন – এক্সপোরেশন জোন, কাস্টম জোন, ক্রুজার জোন এবং স্ট্রিট জোন। প্রত্যেকটি জোনেই থাকবে ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি, স্নিকার কাস্টমাইজেশন ও মুরাল আর্ট এর বিশিষ্ট ব্যক্তিরা। এছাড়াও রয়্যাল এনফিল্ডের একটি মিউজিয়াম সেখানে থাকবে, যেখান থেকে সংস্থার ইতিহাস সম্পর্কে দর্শকরা একটি ধারণা পাবেন।

RELATED ARTICLES

Most Popular