বিক্রি আকাশছোঁয়া, Ola-কে টপকে দেশের বৃহত্তম ইলেকট্রিক স্কুটার ব্র্যান্ড হতে পারে TVS

Avatar

Published on:

TVS Motor Sells 2.76 Lakh Units in February 2023

ভারতের প্রথম সারির টু ও থ্রি হুইলার কোম্পানি (টিভিএস মোটর) TVS Motor ফেব্রুয়ারিতে তাদের বেচাকেনার হাল হকিকত প্রকাশ করল। পরিসংখ্যান বলছে ফেব্রুয়ারি ২০২৩-এ টিভিএস মোটর মোট ২,৭৬,১৫০টি যানবাহন বিক্রি করেছে। তুলনাস্বরূপ ২০২২-এর ওইসময়ে বেচাকেনার পরিমাণ ছিল ২,৮১,৭১৪ ইউনিট।

TVS-এর টু-হুইলার বিক্রি

টিভিএস গত মাসে মোট ২,৬৭,০২৬ নতুন টু-হুইলার বেচেছে। ঠিক এক বছর আগেও সংস্থার বিক্রির সংখ্যা প্রায় একই ছিল – ২,৬৭,৬২৫ ইউনিট। এর মধ্যে শুধু দেশের বাজারেই গত মাসে টিভিএস-এর টু-হুইলার মোট ২,২১,৪০২ জন ক্রেতার নতুন ঠিকানায় পাড়ি দিয়েছে। যেখানে গত বছর ওই সময়ে ভারতে তারা মোট ১,৭৩,১৯৮ টি মোটরসাইকেল ও স্কুটার বেচেছিল। ফলে এক বছরের ব্যবধানে বিক্রি ২৮% বাড়তে দেখা গেছে।

মোটরসাইকেল ও স্কুটারের বেচাকেনা

আবার এবছর ফেব্রুয়ারিতে টিভিএস মোট ১,২৬,২৪৩ ইউনিট মোটরবাইক বেচেছে। আগের বছর ওই মাসে যেখানে বিক্রি হয়েছিল ১,৪৩,৫২৩ ইউনিট। আবার গত বছর ফেব্রুয়ারিতে যেখানে ৮৬,৬১৬টি স্কুটার বেচাকেনা হয়েছিল, সে জায়গায় আগের মাসে বিক্রি হয়েছে ১,০৪,৮২৫ ইউনিট। ফলে স্কুটারের বিক্রিবাটায় ২১% উত্থান দেখা গেছে।

iQube ইলেকট্রিক স্কুটারের বিক্রি

বর্তমানে টিভিএস-এর একমাত্র ইলেকট্রিক স্কুটার iQube ক্রেতামহলে নিজের ব্যাপক চাহিদা তৈরি করতে পেরেছে। ২০২৩-এর ফেব্রুয়ারিতে ই-স্কুটারটির এক মাসের সর্বাধিক বিক্রির রেকর্ডের সাক্ষী থেকেছে তারা। যার পরিমাণ ছিল ১৫,৫২২ ইউনিট। তুলনাস্বরূপ গত বছর ওইসময়ে বেচাকেনার পরিমাণ ছিল মাত্র ২,২৩৮টি। এখন দেশের ১০০টি শহরের ২০০-র বেশি টাচপয়েন্ট থেকে পরপর চার মাস ১০,০০০-এর বেশি ইউনিট ইলেকট্রিক স্কুটারের বিক্রি দেখল টিভিএস। সংশ্লিষ্ট মহলের বক্তব্য, খুব শীঘ্রই বিক্রির নিরিখে দেশের বৃহত্তম ই-স্কুটার ব্র্যান্ড ওলাকে টপকে যেতে পারে তারা।

TVS এর যানবাহন রপ্তানি

গত মাসে টিভিএস মোট ৫৩,৪০৫ ইউনিট দু’চাকা ও তিন চাকা গাড়ি বিদেশের বাজারে রপ্তানি করেছে। যেখানে আগের বছরে সেই সংখ্যাটি ছিল ১,০৭,৫৭৪ ইউনিট। ফেব্রুয়ারিতে দেশের গন্ডি পেরিয়ে সংস্থাটি মোট ৪৫,৬২৪ ইউনিট টু-হুইলার বিদেশে সরবরাহ করেছে। যেখানে আগের বছরে রপ্তানির অঙ্ক ছিল ৯৪,৪২৭। এছাড়া, গত মাসে টিভিএস-এর ৯,১২৫টি থ্রি হুইলার বিক্রি হয়েছে, যা আগের বছরের ওই সময়ের তুলনায় ৪,৯৬৫ ইউনিট কম।

Apache সিরিজের ৫০ লক্ষ বাইক বিক্রি

টিভিএস সম্প্রতি তাদের রেসিং বাইক সিরিজ অ্যাপাচির (Apache) ৫০ লক্ষ মডেল বিক্রির মাইলফলক স্পর্শ করেছে। বর্তমানে ৬০টির বেশি দেশে মোটরসাইকেল বিক্রির কাজে যুক্ত রয়েছে এই ভারতীয় সংস্থা। ২০০৫ সালে টিভিএস অ্যাপাচি রেঞ্জের প্রথম মডেল বাজারে এনেছিল।

সঙ্গে থাকুন ➥