HomeBikeস্কুটারের চাহিদা বাড়লেও 2022-এর শেষ সময়ে বাইকের বিক্রিবাটায় পতনের সাক্ষী TVS

স্কুটারের চাহিদা বাড়লেও 2022-এর শেষ সময়ে বাইকের বিক্রিবাটায় পতনের সাক্ষী TVS

২০২৩ সদ্য শুরু হয়েছে। নতুন বছরের সূচনা লগ্নে টিভিএস মোটর কোম্পনি (TVS Motor Company) ব্যবসায় মন্দার খবর শোনালো। আগের মাস অর্থাৎ ২০২২-এর ডিসেম্বরে তাদের ২,২৭,৬৬৬ টু-হুইলার বিক্রি হয়েছে। ২০২১-এর ডিসেম্বরে সংস্থাটি ২,৩৫,৩৯২ ইউনিট দু’চাকার গাড়ি বিক্রি করায় গত মাসে টিভিএস বেচাকেনায় ৩.২৮% ভাটার মুখ দেখেছে।

ডিসেম্বরে শুধু ভারতের বাজারে ১,২৪,৭০৫টি মোটরসাইকেল বেচেছে সংস্থাটি। তুলনাস্বরুপ, ২০২১-এর ওই মাসে ১,৩৩,৭০০ ইউনিট বাইক বিক্রি হয়েছিল তাদের। অন্যদিকে, টিভিএস গত মাসে মোট ৭৬,৭৬৬ ইউনিট স্কুটার বেচেছে। ২০২১-এর ডিসেম্বর মাসের তুলনায় ৯,১৩৩টি বেশি। ফলে স্কুটির বিক্রিবাটায় ১৪ শতাংশ বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে।

বর্তমানে ভারতের প্রথম সারির ইলেকট্রিক টু-হুইলার সংস্থাগুলির মধ্যে একটি হল টিভিএস। তাদের একমাত্র ই-স্কুটার iQube গত মাসে ১১,০৭১ নতুন গ্রাহকের মুখ দেখেছে। ২০২১-এর ডিসেম্বরে বিক্রির পরিমাণ মাত্র ১,২১২ ইউনিট ছিল। উল্লেখ্য, গত বছর নভেম্বরে প্রথমবার এই বৈদ্যুতিক স্কুটার বিক্রি পাঁচ অঙ্কের ঘর পার করেছিল।

২০২২-এর ডিসেম্বরে আন্তর্জাতিক বাজারে টিভিএস মোট ৬৬,২৯৭ ইউনিট টু-হুইলার রপ্তানি করেছে। ২০২১ এর ওই সময়ে বিদেশের বাজারে দু’চাকার গাড়ি সরবরাহের পরিমাণ ছিল ৮৮,৬২৯ ইউনিট। ফলে গত মাসে রপ্তানিতেও ভাটা গিয়েছে। তবে চলতি আর্থিকবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে মোট ৮.৪ লক্ষ মোটরসাইকেল ও স্কুটার বিক্রির ফলে ১.২ শতাংশ উত্থান ঘটেছে। যেখানে আগের অর্থবর্ষে একই সময়ে বেচাকেনার পরিমাণ ছিল ৮.৩ লক্ষ।

RELATED ARTICLES

Most Popular