Maruti Celerio গাড়ি Toyota নিজেদের লোগো লাগিয়ে বিক্রি করতে চলেছে, কোন দেশে? কী নামে জানেন?

মারুতি সুজুকি (Maruti Suzuki) ও টয়োটা (Toyota) দীর্ঘদিন ধরে যৌথ অংশীদারিত্বে গাড়ি তৈরি করে। কাজেই মারুতি সুজুকির বহু মডেল নিজেদের ব্র্যান্ড ও অন্য নাম ব্যবহার করে বিক্রি করে টয়োটা। আবার মারুতি সুজুকি-ও টয়োটার অনেক গাড়ি রিব্যাজ করে বিক্রি করে। উদাহরণস্বরূপ বলা যায় Baleno, Brezza ও Grand Vitara। তেমনই Toyota এবার মারুতির জনপ্রিয় হ্যাচব্যাক গাড়ি Celerio বিক্রি করবে Vitz নামে। তবে সেটি ভারতে নয়, দক্ষিণ আফ্রিকার বাজারে। সূত্রের দাবি, সে দেশে এ বছরের দ্বিতীয় ত্রৈমাসিকের মধ্যে Vitz লঞ্চ করা হবে।

জানা গেছে, সেলেরিও-র রিভ্যাজ ভার্সনটি সুজুকির বদলে মারুতি সুজুকির থেকে সে দেশে রপ্তানি করবে টয়োটা। অর্থাৎ ভারত থেকে সরাসরি গাড়িটি সরবরাহ করা হবে। দক্ষিণ আফ্রিকান ভার্সনটিতে থাকবে একটি ১.০ লিটার থ্রি-সিলিন্ডার, ন্যাচারালি অ্যাসপিরেটেড, K10C পেট্রোল ইঞ্জিন। যা ভারতীয় মডেলেও বর্তমান। ৫-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স যুক্ত ইঞ্জিনটি থেকে ৬৫ এইচপি শক্তি এবং ৮৯ এনএম টর্ক উৎপন্ন হবে। গাড়িটি অটোমেটেড ম্যানুয়াল ট্রান্সমিশনের অপশন সমেতও কেনা যাবে।

এদিকে Vitz-এর চূড়ান্ত স্পেসিফিকেশন এবং দাম এখনও ঘোষণা করেনি টয়োটা। সেদেশে গাড়িটি তাদের Agya-এর জায়গা দখল করবে। Daihatsu Ayla-এর উপর ভিত্তি করে আসা Agya হল বর্তমানে দক্ষিণ আফ্রিকার বাজারে টয়েটার সর্বাধিক সস্তার মডেল। Agyo-এর পরিবর্তে ২০২০-তে বাজারে এসেছিল সেটি।

প্রসঙ্গত ২০১৭-তে টয়োটা মোটর কর্পোরেশনের সাথে জোট বেঁধেছিল সুজুকি মোটর কর্পোরেশন। ওই অংশীদারিত্বের আওতায় বিশ্ববাজারে উভয় সংস্থাকেই একই মডেল নিজেদের আলাদা নাম ব্যবহার করে বাজারে আনতে দেখা যায়। ভারতেও তারা ব্যবসার ক্ষেত্রে এই নীতি পালন করে থাকে। যেমন টয়োটার Urban Cruise Hyryder গাড়িটি Grand Vitara-নামে এদেশে বিক্রি করে মারুতি।