ভারতে ফের দাম বাড়লো TVS Radeon BS6 এর, দাম শুরু হয়েছে ৬০ হাজার টাকা থেকে

মোটরবাইক নির্মাণ সংস্থা TVS Motor আজ তাদের Raedon Coummuter বাইকের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে৷ BS6 ইঞ্জিন বিশিষ্ট এই বাইকটির দাম ২০০ টাকা বাড়ানো হবে বলে কোম্পানি সূত্রে জানা গিয়েছে৷ প্রসঙ্গত 2020 BS6 Radeon বাইকটি তিনটি ভ্যারিয়েন্টে গত এপ্রিলে লঞ্চ হয়েছিল৷ তখন বাইকটির প্রাথমিক ভ্যারিয়েন্টের এক্স-শোরুমে মূল্য ছিল ৫৮,৯৯২ টাকা এবং সবচেয়ে বেশি দামি ভ্যারিয়েন্টের মূল্য ছিল ৬৪,৯৯২ টাকা৷

এরপর গত জুনে বাইকটির দাম ৭৫০ টাকা বাড়ানো হয়৷ বর্তমানে দাম আরো ২০০ টাকা বাড়ানোর ফলে বাইকটির প্রাইস রেঞ্জ শুরু হচ্ছে ৫৯, ৯৪২ টাকা থেকে, আবার প্রিমিয়াম ভ্যারিয়েন্টের দাম হয়েছে ৬৫, ৯৪২ টাকা৷ যদিও দাম বাড়লেও বাইকটির স্পেসিফিকেশনে কোনো পরিবর্তন করা হয়নি।

2020 BS6 Radeon বাইকের নতুন দাম:

দিল্লির এক্স-শোরুম অনুযায়ী, Raedon এর তিনটি মডেলের মধ্যে বেস এডিশনের নতুন দাম হয়েছে ৫৯,৯৪২ টাকা।কমিউটার অফ দ্য ইয়ার (ড্রম) ভ্যারিয়েন্টের দাম হয়েছে ৬২,৯৪২ টাকা। আবার কমিউটার অফ দ্য ইয়ার (ডিস্ক) ভ্যারিয়েন্টের দাম ৬৫,৯৪২ টাকা।

BS6 ইঞ্ছিন বিশিষ্ট Raedon বাইকে আপনি পাচ্ছেন ১০৯.৭ সিসির এয়ার-কুলড সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন৷ এই ইঞ্জিন ৪,৫০০ আরপিএম এ সর্বাধিক ৮.৭ ন্যানোমিটার টর্ক জেনারেট করতে পারে। এছাড়া বাইকটিতে থাকছে ফোর স্পিড গিয়ারবক্স৷ কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, BS6 ইঞ্জিন ব্যবহার করায় এটি আগের থেকে ১৫% বেশী ফুয়েল এফিসিয়েন্ট৷ এটি এখন ৭৯.৩/লিটির মাইলেজ দিতে সক্ষম৷ বাইকটির ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি রাখা হয়েছে ১০ লিটার৷ বাইকটির আয়তন একই থাকলেও সেটির ওজন বর্তমানে ৪ কেজি বাড়ানো হয়েছে৷ ফলে Raedon Coummuter-এর ডিস্ক ব্রেক ভ্যারিয়েন্টের ওজন এখন দাঁড়িয়েছে ১১৮ কেজি। আবার ড্রম ব্রেক ভ্যারিয়েন্টের ওজন হয়েছে ১১৬ কেজি৷